CAB জীবনকৃতি সম্মান পেয়ে আবেগঘন শ্যামা সাউ, দিলেন বিশ্বকাপ নিয়ে বড় বার্তা

BCCI Selector & Former Indian Cricketer Shyama Shaw express thought on ODI Womens World Cup 2025

শনিবার ধনধান্য অডিটোরিয়ামে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB Annual Awards 2025) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিও সেখানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইংল্যান্ড সফরে ভারতের জাতীয় স্কোয়াডে থাকা আকাশ দীপ। পাশাপাশি সিএবির পক্ষ থেকে এবছর প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি পুরস্কার। মহিলা বিভাগে এই সম্মান পেয়েছেন শ্যামা সাউ (Shyama Shaw)।

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়া আকাশ দীপের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেটের “দাদা” সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্ট ক্রিকেটে আকাশ দীপের সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে, তা একবাক্যে মেনে নিচ্ছেন সকলে।

   

প্যারিসের পরবর্তী গন্তব্য নয়াদিল্লি! বিশ্ব ব্যাডমিন্টনের আসর কবে বসছে ভারতে?

অনুষ্ঠানে সিএবি’র তরফ থেকে প্রাক্তন পুরুষ ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে “জীবনকৃতি সম্মান” দেওয়া হয় তাঁর দীর্ঘ ক্রিকেটীয় অবদানের জন্য। মহিলা বিভাগে এই সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার শ্যামা সাউ। সম্মান পেয়ে আবেগাপ্লুত শ্যামা বলেন, “সিএবিকে ধন্যবাদ। সব ক্রিকেটারই এমন স্বীকৃতির স্বপ্ন দেখে। আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই সম্মান আমি আমার ছোটবেলার কোচকে উৎসর্গ করছি।”

এক সময় ভারতের হয়ে ব্যাট-বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করা শ্যামা বর্তমানে জাতীয় মহিলা ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলীর (BCCI Selector) গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্ব ক্রিকেটে পরবর্তী ঝুলন গোস্বামী বা স্মৃতি মান্ধানার খোঁজে থাকা শ্যামার দায়িত্ব এখন আরও বেশি।

এশিয়া কাপের আগে আচমকা অবসর ঘোষণা করে চমকে দিলেন কোহলির সতীর্থ

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে এবং শ্রীলঙ্কায় শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ (ODI Womens World Cup 2025)। এই বিষয়ে আশাবাদী শ্যামা সাউ বলেন, “বাংলার মেয়ে রিচা ঘোষ এখন গোটা দেশের ভরসা। যদিও টি-টোয়েন্টিতে খুব একটা সফল হয়নি, তবে এই বিশ্বকাপে রিচার ব্যাটে রান আসবে বলেই আমি বিশ্বাস করি। সম্প্রতি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সফরে সিরিজ জয় করে এসেছে ভারতীয় দল। তাই দলের ফর্ম ভালো। আশা করছি, এই দলই আমাদের বহুদিনের স্বপ্ন বিশ্বকাপ জয়ে সফল হবে।”

BCCI Selector & Former Indian Cricketer Shyama Shaw express thought on ODI Womens World Cup 2025

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমোদীর সভা সত্ত্বেও ২০২৬ ভোটে সন্দেহে বঙ্গ বিজেপি
Next articleঅধ্যক্ষের সঙ্গে তুলকালাম!বিধানসভায় ফের সাসপেন্ড শুভেন্দু
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।