টেস্ট কেরিয়ার শেষ ৩০০ করা ক্রিকেটারের? ‘বিস্ফোরক’ ব্যাখ্যা প্রধান নির্বাচকের

BCCI selector Ajit Agarkar Expalins why Karun Nair dropped from India Cricket Team Test Squad against West Indies 

ভারতের (India Cricket Team) হয়ে ৩০০ রান করা বিরল ব্যাটার করুণ নায়ারের (Karun Nair) টেস্ট কেরিয়ার কি তবে শেষের পথে? এই প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেট মহলের মুখে মুখে (India Cricket News)। ক্যারিবিয়ান (West Indies) টেস্ট জন্য ঘোষিত ভারতীয় টেস্ট স্কোয়াডে তাঁর না থাকা নতুন করে জল্পনা বাড়িয়েছে (Bengali Sports News)। আর সেই জল্পনার জবাব দিতে সামনে এলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক (BCCI) অজিত আগরকর (Ajit Agarkar)।

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো রানের ঐতিহাসিক ইনিংস খেলে রাতারাতি জাতীয় তারকা হয়ে উঠেছিলেন করুণ। কিন্তু তারপর থেকেই ছন্দপতন। ধারাবাহিকতা, ফর্ম এবং সুযোগের অভাব সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে থেমে গিয়েছিল গতি। দীর্ঘ ৮ বছরের ব্যবধানে আবার ফিরেছিলেন চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে। কিন্তু সেই প্রত্যাবর্তনও যেন আশাভঙ্গই ছিল তাঁর জন্য।

   

চারটি টেস্টে আট ইনিংসে মাত্র ২০৫ রান করেছেন করুণ। সর্বোচ্চ স্কোর ৫৭। এমন পারফরম্যান্স নির্বাচকদের বিশ্বাস অর্জনে যথেষ্ট ছিল না। তাই ক্যারিবিয়ান সফরের দল ঘোষণায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। করুণকে বাদ দেওয়ার ব্যাখ্যায় আগরকর বলেন, “আমরা করুণের কাছ থেকে একটু বেশি প্রত্যাশা করেছিলাম। ও চারটি টেস্টে সুযোগ পেয়েছে। কিন্তু যদি মাত্র একটি ইনিংস নিয়ে আলোচনা হয়, তাহলে সেটাই অনেক কিছু বলে দেয়। এই মুহূর্তে আমরা মনে করি, পাড়িক্কলের সুযোগ প্রাপ্যতা বেশি।”

আগরকর আরও জানান, করুণ নায়ারের পরিবর্তে সুযোগ পাওয়া দেবদত্ত পাড়িক্কল নিজেকে অনেক জায়গায় প্রমাণ করেছেন। তিনি বলেন,
“বর্ডার-গাভাসকর ট্রফিতে পাড়িক্কল দলে ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় খেলেছে। এছাড়া ‘ইন্ডিয়া এ’র হয়েও ধারাবাহিক পারফরম্যান্স করেছে। সেই ভিত্তিতেই ওকে আরও সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখযোগ্য, পাড়িক্কল এখনও পর্যন্ত ভারতের হয়ে ২টি টেস্ট খেলেছেন এবং সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস রয়েছে তাঁর ঝুলিতে। তরুণ ক্রিকেটারদের এগিয়ে আনার বর্তমান নির্বাচনী নীতির প্রেক্ষাপটে করুণের দলে না থাকাটা অনেকটাই প্রত্যাশিত বলেই মত বিশেষজ্ঞদের।

তবে, এই সিদ্ধান্তের ফলে করুণ নায়ারের টেস্ট কেরিয়ার যে সংকটের মুখে, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও আগরকর আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে ভালো পারফর্ম করলে যে কাউকে ফেরানো হতে পারে। তিনি বলেন, “আশা করি, সামনে আমরা প্রতিটি ক্রিকেটারকে অন্তত ১৫-২০টি টেস্ট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারব।”

BCCI selector Ajit Agarkar Expalins why Karun Nair dropped from India Cricket Team Test Squad against West Indies 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleপরিবেশের খেয়াল রেখে পথ চলবে, এল নতুন ইলেকট্রিক লুনা
Next articleসুপার কাপের গ্ৰুপ ‘সি’ তে মহামেডান, প্রতিপক্ষ কারা?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।