টিম ইন্ডিয়ায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করা বোলার? স্পষ্ট করলেন শাহ

ভারতের ডানহাতি ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব (Mayank Yadav) বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (NCA) রিকভারি করছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪ চলাকালীন তাঁর গতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আইপিএলের এই সংস্করণে এই পেসার মাত্র চারটি ম্যাচ খেলেছেন। ৬.৯৯ ইকোনমিতে সাত উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করে দেখিয়েছিলেন। ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতেও ডেলিভারি করেছিলেন।

Advertisements

AFC: মোহনবাগানকে বিপাকে ফেলতে পারে ‘টপ স্কোরার’

মায়াঙ্ক যাদবের টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) বলেছেন, কোনও খেলোয়াড়কে নির্বাচিত করা হবে কিনা তা তিনি গ্যারান্টি দিতে পারবেন না। তাঁর মতে, ‘আমি মায়াঙ্ক যাদব সম্পর্কে কোনও উত্তর দিতে পারবো না। কারণ সে দলে থাকবে কিনা তার কোনও গ্যারান্টি নেই। তবে সে সম্ভাব্য একজন ভাল ফাস্ট বোলার এবং আমরা তাঁর যত্ন নিচ্ছি। বর্তমানে তিনি এনসিএ-তে রয়েছেন।’

তরুণ পেসার লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর হয়ে আইপিএল অভিষেকের পর অনেক প্রশংসা অর্জন করেছিলেন। তবে চোটের কারণে চারটি ম্যাচ খেলার পরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। ২১ বছর বয়সী মায়াঙ্ককে ২০২২ সালের নিলামে এসএসজি ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল।

Advertisements

Barcelona: হার না মানা জার্মান মানসিকতা! ৫ মিনিটে ২ গোল

যাদব আইপিএল ২০২৪-এ শুরুটা ভাল করেছিলেন, কিন্তু চোট তাঁকে এই সংস্করণেও সমস্যায় ফেলেছিল। টি-টোয়েন্টি কেরিয়ারে ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন মায়াঙ্ক যাদব। লিস্ট ‘এ’ কেরিয়ারে ১৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন মায়াঙ্ক। ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করেন।