Sunday, December 7, 2025
HomeSports Newsরোহিতকে খুশি করতেই আইপিএলে এই নয়া নিয়ম আনছে বিসিসিআই

রোহিতকে খুশি করতেই আইপিএলে এই নয়া নিয়ম আনছে বিসিসিআই

- Advertisement -

কিছুদিন হল দেশকে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়েছেন তিনি। এছাড়াও সদ্য সমাপ্ত ভারত-বাংলাদেশ সিরিজেও সামনে থেকে ‘নেতৃত্ব’ দিয়ে হোয়াইটওয়াশ করেছেন টাইগারদের। তবে জাতীয় দলের হয়ে নিজের কাজটি মর্যাদার সাথে করে গেলেও, সম্প্রতি ভারতীয় বোর্ডকে নিয়ে কিছুটা হলেও ‘অসন্তুষ্ট’ হয়েছেন রোহিত শর্মা।

সম্প্রতি এক পডকাস্টে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে (Impact Player Rule BCCI) বিসিসিআইকে সমালোচনায় বিদ্ধ করেন। তাই রোহিতকে খুশি করতেই আসন্ন আইপিএলের আগে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে এই নিয়ম তুলে নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফির আগামী আসরে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।

   

ভারতে এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের শুরুটা হয়েছিল সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফি দিয়ে। দুই বছর আগে সেখানে এই নিয়ম চালুর পর গত বছর আইপিএলেও চালু হয় নিয়মটি। আইপিএলে চালু হওয়ার পর থেকে ইমপ্যাক্ট প্লেয়ার পদ্ধতি নিয়ে নানা বিতর্ক হয়েছে। কখনও ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি আবার কখনও সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার – সকলেই একপ্রকার সরব হয়েছিলেন এই নিয়ম চালু করার পর।

এই নিয়মে সুবিধা থাকলেও এটি যে ক্রিকেটের জৌলুসকে একপ্রকার শেষের দিকে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত ছিল ভারতীয় ক্রিকেট মহল। এরপরও ২০২৭ মৌসুম পর্যন্ত এই নিয়ম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে মোস্তাক আলী টি-২০ ট্রফিতে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Rohit Sharma: আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক রোহিত শর্মা?

গতকাল বিসিসিআই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, ‘বিসিসিআই মোস্তাক আলী চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’ রজার বিনির বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সৌরাষ্ট্রের প্রধান কোচ নিরাজ ওডেডরা। গতকাল তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা দারুণ এক পরিবর্তন। এই নিয়মটি তো আইসিসির মেজর টুর্নামেন্টে নেই। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ভারতের জন্য খেলতে চায়,তাদের জন্য ভালো হবে।’

তবে বর্তমান টি টোয়েন্টি দেখা দর্শক বিনোদন পেলেও এই নিয়মের সমালোচক ছিলেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। এমনকি ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও এই নিয়মের পক্ষে নন। এই নিয়ম অলরাউন্ডারদের বেড়ে ওঠাকে ক্ষতিগ্রস্ত করে বলেই মনে করেছেন তিনি।

Rohit Sharma: রোহিতের ব্যাটে যে কোনও সময়ে ভাঙতে পারে আফ্রিদির ৩ রেকর্ড

বেশ কিছুমাস আগেই অস্ট্রেলীয় কিংবদন্তি তারকা অ্যাডাম গিলক্রিস্টের সাথে একটি পডকাস্টে রোহিত এই বিষয়টি নিয়ে নাম না করে ভারতীয় বোর্ডকে তোপ দাগেন। তিনি নিজে অসন্তোষ প্রকাশ করে বলেন, ” ইমপ্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করতে আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই। তবে এটা বিনোদনদায়ী।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালুর পর আইপিএলে গত মরশুমে বোলারদের প্রতিনিয়ত ঝড় সামলাতে হয়েছে। ২০২৪ সালের আইপিএলে ওভারপ্রতি রান উঠেছে ৯.৫৬; টুর্নামেন্টের এক মরশুমে যা সর্বোচ্চ। দেখেছে মোট ১২৬০টি ছক্কা, আগের রেকর্ডের চেয়ে যা ১৩৬টি বেশি। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ চারটি স্কোরই এসেছে ২০২৪ সালে।

এর মধ্যে একটি চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের।এরপরও ২০২৭ মরশুম পর্যন্ত এই নিয়ম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তাই বিষয়টিকে হালকা ভাবে মোটেই নেননি দা হিটম্যান। তবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রিয় অধিনায়কের সাথে ‘দূরত্ব’ মিটিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় বোর্ড। তবে আইপিএলের আগে এই নিয়মের (Impact Player Rule BCCI) কতটা বদল আসে সেটা দেখতেই মুখিয়ে রয়েছে সমগ্র বিশ্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular