এবারের IPL কোথায় হবে জানিয়ে দিলেন সৌরভ

জল্পনার অবসান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। IPL 2022 কোথায় হবে এক প্রকার নিশ্চিত করে দিলেন তিনি। Advertisements এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি আর হাতে…

Sourav Ganguly

জল্পনার অবসান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। IPL 2022 কোথায় হবে এক প্রকার নিশ্চিত করে দিলেন তিনি।

Advertisements

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। অতিমারির কারণে জল্পনা ছিল এবারের হয়তো দেশের বাইরে হবে টুর্নামেন্ট। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আইপিএল ২০২২ ভারতেই হবে। যদি না অতিমারি লাগামহীন হয়ে যায়।

বিজ্ঞাপন

ইতিমধ্যে আইপিএল ক্রিকেটারদের নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখে হবে অক্সান। মেগা নিলামের ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য গণনা চলবে। যার মধ্যে মোট ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশী ক্রিকেটার থাকবেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকেই নিলামে অংশ নেবেন ৪৭ জন খেলোয়াড়।

তবে ক্রিকেট প্রেমীদের চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়ায় করোনা ভাইরাসের প্রবেশ। ইতিমধ্যে টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে একাধিক ভারতীয় তারকার। শিখর ধাওয়ান, রুতুরাজ গাওকোয়াড়রা কোভিডে আক্রান্ত।