IPL নিলামের আগে BCCI-এর এই ভাবনা ক্রিকেটের প্রতি আরও উৎসাহ বাড়বে

BCCI Cricketers

বিসিসিআই (BCCI) শিগগিরই আইপিএল (IPL) নিলামে বিক্রি হওয়া আনক্যাপড খেলোয়াড়দের জন্য একটি ইনসেনটিভ পরিকল্পনা ঘোষণা করতে পারে। নিলামে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিক্রি হওয়া কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচেও সুযোগ পেয়েছেন বা পাবেন, তাদের জন্য এই পরিকল্পনা বড় উপহার হবে।

Advertisements

আইপিএলে সাধারণত কম দামে আনক্যাপড খেলোয়াড় বিক্রি করা হয়। কিন্তু পরে আন্তর্জাতিক ম্যাচ খেলা চালিয়ে গেলেও চুক্তি অনুযায়ী তিন বছর পর্যন্ত তার বেতন একই থাকে। এরই মধ্যে যদি তাকে রিলিজ করে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা অন্যরকম। বিসিসিআই এখন এই ধরনের আনক্যাপড খেলোয়াড়দের ক্ষতির হাত থেকে বাঁচাতে একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে।

   

এক রিপোর্টে প্রকাশিত বিসিসিআইয়ের এই পরিকল্পনা অনুযায়ী, আইপিএল নিলামে আনক্যাপড প্লেয়ার হিসেবে যত বেশি আন্তর্জাতিক ম্যাচ নিলামে উঠবে, সেই অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলিকে তার বেতন বাড়াতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও আনক্যাপড খেলোয়াড় ৫০ লক্ষ টাকার কম দামে কোনও ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে যোগ দিল।

Advertisements

কিন্তু পরবর্তীতে যদি সেই ক্রিকেটার একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তার বেতন বাড়িয়ে ৫০ লাখ করতে হবে। একইভাবে ওই খেলোয়াড় যদি ৫ থেকে ৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন, তাহলে তার দাম পড়বে ৭৫ লাখ টাকা। একই সঙ্গে ওই খেলোয়াড় যদি ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকেন, তাহলে তিনি পাবেন এক কোটি টাকা।

আইপিএল ২০২৪-এর নিলাম হবে ১৯ ডিসেম্বর। এমন পরিস্থিতিতে বিসিসিআইয়ের এই পরিকল্পনা আনক্যাপড খেলোয়াড়দের জন্য খুবই ভালো খবর হতে পারে। এটি ভারতের পাশাপাশি বিদেশী আনক্যাপড খেলোয়াড়দেরও উপকৃত করবে।