অভিষেক-সঞ্জুতে আস্থা,ভারতের এশিয়া কাপ স্কোয়াডে চমক!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে এশিয়া কাপকেই (Asia Cup) বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে…

Indian Cricket Team focus on Asia Cup after Test Series draw after England Tour

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে এশিয়া কাপকেই (Asia Cup) বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এই প্রতিযোগিতার আসর। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে ভারতের চূড়ান্ত দল (Indian Cricket Team)। আর এই দল বাছাই নিয়ে ক্রিকেট মহলে শুরু হচ্ছে জোর চর্চা। কারণ, এশিয়া কাপের দলে নাও দেখা যেতে পারে ইংল্যান্ড সফরের ভারতের তিন তারকা ব্যাটারকে।

জানা গিয়েছে, শুভমন গিল (Subhman Gill), যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলকে বাদ দিয়ে দল গড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ফিটনেস রিপোর্টের উপর নির্ভর করেই ১৯ বা ২০ অগস্ট ঘোষণা করা হবে ভারতীয় দল।

   

সূত্র অনুযায়ী, এশিয়া কাপের দল প্রাথমিকভাবে গঠন করা হচ্ছে বিশ্বকাপের স্কোয়াড মাথায় রেখে। তাই বাড়তি পরীক্ষা-নিরীক্ষার জায়গা খুব একটা রাখছেন না নির্বাচকরা। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি ব্যাটিং লাইন আপ বেশ স্থিতিশীল। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি বেশ সফল। তিন ও চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মার পারফরম্যান্সও নজরকাড়া। পাঁচ নম্বরে থাকছেন হার্দিক পান্ডিয়া।

এই ব্যাটিং অর্ডারে জায়গা খুঁজে পাচ্ছেন না শুভমন, যশস্বী কিংবা রাহুল। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “অভিষেক এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। সঞ্জু দারুণ ছন্দে রয়েছে। সূর্য অধিনায়ক। তিলকও নিজের জায়গা পাকা করেছে। ওদের বাদ দিয়ে কাউকে জায়গা দেওয়া কঠিন।”

শুধু এই তিন জনই নয়, আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সাই সুদর্শনকেও রাখা হচ্ছে না এই দলে। এমনকি, উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁকে বিবেচনায়ই রাখছেন না নির্বাচকরা। সঞ্জু স্যামসন প্রথম পছন্দ হলেও, দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বিবেচিত হচ্ছেন জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেল। বিশেষ করে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকা পালন করায় জিতেশের সম্ভাবনাই বেশি।

Advertisements

অলরাউন্ডার বিভাগে ভারতের হাতে রয়েছে একাধিক বিকল্প। ছয় থেকে আট নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবেকে। চোটের কারণে ছিটকে গিয়েছেন প্রতিশ্রুতিমান অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তাঁর এশিয়া কাপে ফেরা প্রায় অসম্ভব।

স্পিন বিভাগে দুই অভিজ্ঞ মুখ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে রাখা হচ্ছে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁকে ঘিরে অবশ্য কিছুটা সংশয় রয়েছে। ইংল্যান্ড সফরে খেলার পর বিশ্রামের প্রয়োজন হতে পারে তাঁর। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা থাকলেও, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া, তরুণ পেসার অর্শদীপ সিংহ তো রয়েছেই।

BCCI like to drop Subhman Gill to KL Rahul from Indian Cricket Team of Asia Cup 2025 squad