অস্ট্রেলিয়া সফরের (Australia Tour) আগে সম্ভবত বড় ঘোষণা আসতে চলেছে শনিবার। পার্থে ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে (ODI Cricket) কেন্দ্র করে গঠিত হতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই দলের দিকেই এখন নজর সমর্থকদের। বিশেষ করে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের ভাগ্য কী হয়, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে (India Cricket News)।
জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৪ অক্টোবর, আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার মাঝে নির্বাচকদের মধ্যে বৈঠক হতে পারে। সেই বৈঠকে অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল বেছে নেওয়া হবে বলেই খবর। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হবে কি না বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তাঁরা শেষবার মাঠে নেমেছিলেন আইপিএল ২০২৫। তারপর থেকেই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা দুই সিনিয়র ক্রিকেটার ফিটনেস নিয়ে মন দিয়েছিলেন কঠিন অনুশীলনে। শোনা যাচ্ছে, রোহিত সম্প্রতি ২০ কেজি ওজন ঝরিয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন। কোহলিও ইংল্যান্ডে ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন। তবে দীর্ঘ বিরতির পর তাঁদের আন্তর্জাতিক মঞ্চে ফেরা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
এছাড়াও নজর রয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং উইকেটরক্ষক ঋষভ পন্থের ওপর। এশিয়া কাপে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন হার্দিক। ফাইনালেও খেলতে পারেননি। অন্যদিকে, ঋষভ পন্থ এখনও পর্যন্ত আন্তর্জাতিক দলে ফিরতে পারেননি। পায়ের পাতায় চোট পেয়ে তিনি ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন। তবে আইপিএলে কিছুটা সময় মাঠে দেখা গিয়েছিল তাঁকে। এখন দেখার, নির্বাচকরা এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে রাখেন কি না।
অজিভূমিতে ভারতের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯ অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে, ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় এবং ২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্যানবেরা, ব্রিসবেন, মেলবোর্ন, হোবার্ট ও সিডনিতে হবে ম্যাচগুলি।
সব মিলিয়ে, শনিবার হতে চলেছে এক গুরুত্বপূর্ণ দিন। শুধুমাত্র অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনই নয়, ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মিলবে সেই ঘোষণায়। বিশেষ করে সিনিয়রদের জায়গা দেওয়া হবে, নাকি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপর ভরসা রাখা হবে। এই সিদ্ধান্তই বলে দেবে টিম ইন্ডিয়ার পরবর্তী রূপরেখা।
BCCI like to decide on Virat Kohli & Rohit Sharma with Indian Cricket Team squad announcement on 4 october for Australia tour