এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানকে (Pakistan) হারিয়ে সুপার ফোরে (Asia Cup Super Four) জায়গা করে নিয়েছে ভারত (India)। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের পর দল রয়েছে আত্মবিশ্বাসে ভরপুর। তবে মাঠের বাইরের নাটকীয়তা, বিশেষত পাকিস্তানের ‘হ্যান্ডশেক বিতর্ক’ ঘিরে যে অস্বস্তিকর আবহ তৈরি হয়েছিল। এসব থেকে দূরে সরে একদম আলাদা পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও টিম ম্যানেজমেন্ট। দলের ক্রিকেটারদের সম্পূর্ণ বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কোনও অনুশীলন নয়, সংবাদমাধ্যমের মুখোমুখিও নয়।
জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অনুশীলনের পর প্রচণ্ড গরমে প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাটিং-বোলিং সেশন চালিয়েছেন রোহিত শর্মারা। শারীরিক ও মানসিকভাবে ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই বৃহস্পতিবারের আগে বিশ্রামের সিদ্ধান্ত। এই কৌশল একদিকে যেমন খেলোয়াড়দের ফিট রাখবে, তেমনই পাকিস্তান ঘিরে মিডিয়া-চাপ থেকেও দূরে রাখবে।
হ্যান্ডশেক বিতর্কে উত্তাল পাকিস্তান
পাকিস্তানের অভিযোগ ছিল, ম্যাচ শেষে ভারতের কোনও খেলোয়াড় তাদের সঙ্গে হাত মেলাননি। বিষয়টি নিয়ে তারা সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ বয়কটের হুঁশিয়ারিও দেয়। যদিও পরে সেই অবস্থান থেকে তারা সরে আসে। পুরো পরিস্থিতিতে ভারতীয় দলে একপ্রকার নীরব কূটনৈতিক কৌশল লক্ষ্য করা গিয়েছে। বোর্ড জানিয়ে দেয়, বুধবার কারও সঙ্গে কোনও কথা বলা হবে না। এমনকি মাঠেও অনুশীলন হবে না।
অনুশীলনে ‘সাদা পর্দা’, মুখোমুখি নয় ভারত-পাকিস্তান
মঙ্গলবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান পাশাপাশি দুইটি অনুশীলন মাঠে প্র্যাকটিস করছিল। তবে একে অপরের মুখোমুখি হতে হয়নি কোনও দলকেই। মাঠের মাঝখানে টাঙানো হয়েছিল সাদা কাপড়, যা দু’দলের ভিজ্যুয়াল কনট্যাক্ট এড়াতে ব্যবহৃত হয়। এমনকি অনুশীলন শেষে পাকিস্তানি দলের পাশ দিয়েও বেরিয়ে গেলেও, ভারতের কোনও ক্রিকেটার সেদিকে ফিরেও তাকাননি। এক্ষেত্রে সম্পূর্ণ ‘প্রফেশনাল ডিসট্যান্স’ বজায় রেখেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
Tense scenes in Dubai! 🔥
🏏Pakistan 🇵🇰 players arrive at ICC Academy with serious faces
🏏Pakistan 🇵🇰 under immense pressure ahead of the must-win game vs UAE
▶️Will they boycott the Asia Cup?
FULL COVERAGE 👇📽️https://t.co/IDk5iCDINv pic.twitter.com/u8729UnUgG
— TOI Sports (@toisports) September 16, 2025
অনুশীলনে দেখা গেল ‘ফুল সুইং’ মুড
মঙ্গলবারের অনুশীলনে অভিষেক শর্মা ও শুভমন গিল ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বড় শট মারার অনুশীলন করেছেন তাঁরা। জসপ্রীত বুমরাহ ও হার্দিক বোলিংয়ে দিয়েছেন ধার, চেষ্টা করেছেন নির্দিষ্ট লেংথে বল রাখার। ব্যাটিং অনুশীলনে দেখা গিয়েছে অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদবকেও। স্পষ্ট, সুপার ফোরের আগে সব দিক থেকেই প্রস্তুত দল।
আগামী ম্যাচ: ভারতের সামনে ওমান
গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার ভারতের প্রতিপক্ষ ওমান (Oman)। সুপার ফোরে ওঠা আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচ ভারতের কাছে ‘লো প্রেসার’ হলেও, ছন্দ ধরে রাখতে চাইবে দল। তার আগে বিশ্রামই মূলমন্ত্র, মানসিকভাবে সতেজ ও শারীরিকভাবে তরতাজা থাকতে চাইছেভারতীয় দল।
BCCI gives India players rest before Oman match & Asia Cup 2025 Super Four