BCCI Central Contract : রোহিত-বিরাট পাবেন ৭ কোটি, রিঙ্কু-সঞ্জুরা কতো করে পাবেন জেনে নিন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI Central Contract) বুধবার তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এই চুক্তি থেকে বাদ পড়েছেন একাধিক নামী ক্রিকেটার। সুযোগ…

bcci central contract =

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI Central Contract) বুধবার তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এই চুক্তি থেকে বাদ পড়েছেন একাধিক নামী ক্রিকেটার। সুযোগ করেছেন একাধিক তরুণ ক্রিকেটার। রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনরা নতুন চুক্তির আওতায় রয়েছেন।

চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ খেলোয়াড় শিখর ধাওয়ান ও যুজবেন্দ্র চাহাল। এছাড়া ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি। প্রশ্ন উঠতে পারে, এই চুক্তিটি কী এবং কোন খেলোয়াড় কোন গ্রেডে কত টাকা পাবেন?

   

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিটি মোট চারটি গ্রেডে (এ প্লাস, এ, বি এবং সি) বিভক্ত। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি টাকা, এ গ্রেডের ক্রিকেটাররা ৫ কোটি, বি গ্রেডের ক্রিকেটাররা ৩ কোটি এবং সি গ্রেডের খেলোয়াড়রা ১ কোটি টাকা বার্ষিক ফি পাবেন।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ

গ্রেড এ প্লাস (এ +) খেলোয়াড়দের তালিকা

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ।

গ্রেড এ (এ) খেলোয়াড়দের তালিকা

রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া।

গ্রেড বি (বি) খেলোয়াড়দের তালিকা

সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল।

গ্রেড সি খেলোয়াড়দের তালিকা

রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পতিদার।