ODI Squad: ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা বিসিসিআইয়ের

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই।

টেস্ট দলের সাথে যাচ্ছেন না চেতশ্বর পূজারা, উমেশ যাদব এবং মহম্মদ শামি। শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেও পূজারা এমং উমেশের বিষয়ে কিছু স্পষ্ট করে বলেনি বোর্ড।

   

দলে এসেছেন নবদীপ সাইনি, জয়দেব উনদকাট এবং বাংলার মুকেশ কুমারে। দলে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়েকওয়াড এবং যশশ্বী জয়সওয়াল। ফিরছেন অজিঙ্ক্য রাহানে, সহ অধিনায়ক হয়ে।

টেস্ট সিরিজের পর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডেও খেলবে যার জন্য বিসিসিআই নির্বাচকরা রোহিতের অধীনে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।

ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (ভিসি), কেএস ভারত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মো. সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ভারত ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়েকওয়াড, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈষাণ কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ড্য (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যুগবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন