এশিয়া কাপের (Asia Cup) মূল দলে জায়গা না হলেও, শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ক্রিকেট জীবন থেমে থাকেনি। বরং বিসিসিআই (BCCI) তাঁকে দিল অধিনায়কের দায়িত্ব (Captain)। অস্ট্রেলিয়া ‘এ’ (Australia A) দলের বিরুদ্ধে আসন্ন ম্যাচে ভারত ‘এ’ (India A) এবার তাঁকে ‘পুরস্কৃত’ করল বিসিসিআই।
ভারতের পথেই হাঁটল পাকিস্তান! উদ্বোধনী অনুষ্ঠান বয়কট ফাতিমা সানাদের
ভারত ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ ১৬ সেপ্টেম্বর থেকে লখনউয়ে, দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। এরপর কানপুরে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর হবে তিনটি একদিনের ম্যাচ। পুরো সিরিজেই নজর থাকবে শ্রেয়সের উপর। এটাই হতে পারে তাঁর জন্য আবার টেস্ট দলে ঢোকার সুযোগ।
দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মুখও। সহ-অধিনায়ক করা হয়েছে ধ্রুব জুরেলকে, যিনি উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন। অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, দেবদত্ত পাদিকাল, আয়ুশ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ সকলেই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। দলে আছেন তরুণ স্পিনার মানব সুথার এবং মিডিয়াম পেসার যশ ঠাকুরও।
দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!
বিসিসিআই জানিয়েছে, দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য দলে যোগ দেবেন কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। যদিও, তাঁরা কাদের জায়গায় আসবেন সেই তথ্য প্রকাশ করা হয়নি। সম্ভবত জাতীয় দলের অভিজ্ঞতা তাঁদের এই ম্যাচের জন্য কাজে লাগানো হবে। প্রসঙ্গত, সারফরাজ খান চোটের জন্য এই সিরিজে দলে সুযোগ পাননি। একসময় ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ হলেও, সাম্প্রতিক চোটের কারণে ছন্দ হারিয়েছেন মুম্বইয়ের ব্যাটার।
কত নম্বরে খেলবেন সঞ্জু? গম্ভীরকে ‘বিরাট পরামর্শ’ ভারতীয় কিংবদন্তির
এই সিরিজের মাধ্যমে শ্রেয়স আবার ফিরতে পারেন ভারতের মূল টেস্ট দলে। অক্টোবরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। সিরিজে ভালো পারফরম্যান্স করলে শ্রেয়স সেই দলে ফিরতে পারেন।
🚨 NEWS 🚨
India A squad for two multi-day matches against Australia A announced.
Details 🔽 #TeamIndiahttps://t.co/PJI6lWxeEQ pic.twitter.com/2gqZogQKnN
— BCCI (@BCCI) September 6, 2025
BCCI announced Shreyas Iyer named captain for India A squad for four-day matches against Australia A