বাদ পড়লেন বাংলার ২ ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ নতুন মুখের

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল (India Cricket Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে ১৫…

BCCI announced India Cricket Team Test squad under Shubman Gill captaincy against West Indies

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল (India Cricket Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে ১৫ জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ, ফিরেছেন কিছু পুরনো পরিচিত ক্রিকেটারও (India Cricket News)। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলার (Bengali Sports News) অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Eswaran) দলে না নেওয়া এবং করুণ নায়ারকে (Karun Nair) ফের বাদ দেওয়া।

অভিমন্যুকে বাদ দেওয়া—‌নতুন বিতর্ক

বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ বহুদিন ধরেই ভারতের রিজার্ভ বেঞ্চে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করা সত্ত্বেও কখনও মূল দলে জায়গা হয়নি তাঁর। এবার ইরানি কাপের দলে থাকা সত্ত্বেও তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। নির্বাচকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যেহেতু ইরানি কাপ এবং টেস্ট সিরিজ এক দিনের ব্যবধানে। তাই অভিমন্যুর জন্য হয়ত জায়গা হবে না। সেই ধারণাই সত্যি হল।

   

একইসঙ্গে জায়গা হয়নি বাংলারই পেসার আকাশ দীপের (Akash Deep)। চোটের কারণে ছিটকে গেলেন তিনি। অভিমন্যুর বাদ পড়া নিয়ে অসন্তুষ্ট বাংলার ক্রিকেট মহল। তাঁদের মতে, এতদিন বেঞ্চে বসিয়ে রেখে, এখন বাদ দেওয়া মোটেই সুবিচার নয়।

করুণ বাদ, সুযোগ পেলেন পাড়িক্কল

সাত বছর পর ইংল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন করুণ নায়ার। কিন্তু চারটি টেস্টে মাত্র একটি অর্ধশতরান সহ ২০৫ রান করে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। তাঁর জায়গায় প্রত্যাশামতো দলে ঢুকলেন দেবদত্ত পাড়িক্কল। অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে থাকলেও চোটের জন্য খেলতে পারেননি তিনি। এবার মিডল অর্ডারে তাঁর উপর ভরসা রাখছেন নির্বাচকেরা।

অধিনায়কত্বে শুভমান, সহ-অধিনায়ক জাডেজা

রোহিত শর্মার সরে দাঁড়ানোর পর টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন শুভমন গিল। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ, তবে এবার নেতৃত্বের ভূমিকায় তাঁকে রাখা হয়নি। যদিও স্কোয়াডে রয়েছেন তিনি।

বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল খেলে মাত্র চার দিনের ব্যবধানে ২ অক্টোবর থেকে আহমেদাবাদে টেস্ট খেলতে নামবেন বুমরাহ। ফলে প্রশ্ন উঠছে, তাঁর ওয়ার্কলোড নিয়ে কতটা গুরুত্ব দিচ্ছে বোর্ড?

তবে ধারণা করা হচ্ছে, প্রথম টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়ে সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হতে পারে। স্পিনারদের মধ্যে জাডেজার সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

উইকেটকিপিংয়ে সুযোগ জুড়েল-জগদীশনের

ঋষভ পন্থ এখনো পুরোপুরি ফিট নন। তাঁর অনুপস্থিতিতে প্রথম পছন্দ উইকেটকিপার ধ্রুব জুড়েল। সঙ্গে রয়েছেন নারায়ণ জগদীশন, যাঁর টেস্ট অভিষেক হতে পারে এই সিরিজেই।

Advertisements

স্কোয়াডে অলরাউন্ডারদের গুরুত্ব

এবারের স্কোয়াডে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অলরাউন্ডারদের গুরুত্ব। জাডেজা, অক্ষর, সুন্দর ছাড়াও দলে ফিরেছেন তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া সিরিজে তিনি নজর কাড়লেও, পরে চোটের জন্য ছিটকে যান। নির্বাচকদের মতে, ভারতে স্পিন সহায়ক উইকেটে তাঁর মিডিয়াম পেস কার্যকর হতে পারে।

ভারতের স্কোয়াড (১৫ জন):

অধিনায়ক: শুভমন গিল
সহ-অধিনায়ক: রবীন্দ্র জাডেজা
বাকি সদস্য: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নারায়ণ জগদীশন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ পর আর ভারতে কোনও টেস্ট সিরিজ জেতেনি। ক্লাইভ লয়েডের সেই দল ৩-০ ব্যবধানে ভারতকে হারিয়েছিল। এবারও ইতিহাস বদলের সুযোগ নেই বললেই চলে, তবে ভারতের জন্য নতুন প্রজন্মের পরীক্ষার মঞ্চ হয়ে থাকছে এই সিরিজ।

BCCI announced India Cricket Team Test squad under Shubman Gill captaincy against West Indies without Akash Deep

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News