Bayern Munich : পরপর তিন ম্যাচে হারল বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগার (Bundesliga) শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে থেকে টানা তৃতীয় হারের স্বাদ নিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। ভিএফএল বোখুমের মাঠে ৩-২ গোলে…

Bayern Munich : পরপর তিন ম্যাচে হারল বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগার (Bundesliga) শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে থেকে টানা তৃতীয় হারের স্বাদ নিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। ভিএফএল বোখুমের মাঠে ৩-২ গোলে (Bayern Munich vs Bochum) পরাজিত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

বুধবার চ্যাম্পিয়ন্স লীগে লাৎসিওর কাছে হারের পর দেশের টুর্নামেন্টেও একই ছবি। উপামেকানোকে টানা দ্বিতীয় ম্যাচে বিদায় জানানো হয় মাঠ থেকে। বাভারিয়ানরা কোচ টমাস টুখেলের সঙ্গে বাস্তব কোনো গেম প্ল্যানের প্রতিফলন মাঠে দেখাতে পারেনি। 

গত সপ্তাহে লেভারকুসেনের বিপক্ষে লীগের ম্যাচে হারের পর রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ইতালির লাৎসিওর কাছে ১-০ গোলে পরাস্ত হয়েছিল বায়ার্ন। 

ত্রয়োদশ মিনিটে জামাল মুসিয়ালা দূরহ কোণ থেকে গোল করলে লিড পায় বায়ার্ন। ১৯ মিনিটে গোলের সামনে একটি সিটার মিস করেন হ্যারি কেইন।

বুন্দেসলিগায় দর্শক প্রতিবাদ অব্যাহত এই ম্যাচেও। পরিকল্পিত বিদেশি বিনিয়োগের প্রতিবাদে মাঠে টেনিস বল ছুঁড়তে শুরু করেছিলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। জার্মান ফুটবল এই ধরণের প্রতিবাদ এখন প্রায়শই দেখা যাচ্ছে। 

Advertisements

পনেরো মিনিট পর ফের খেলা শুরু হলে তাকুমা আসানো ৩৮ তম মিনিটে সমতাসূচক গোল করে স্কোরলাইন করেন ১-১। বিরতির আগে ৪৪ মিনিটে কর্নারে হেড করে ম্যাচে এগিয়ে যায় ভিএফএল বোখুমের। ৭৮ মিনিটে কেভিন স্টোগারের পেনাল্টি থেকে স্কোরলাইন হয় ৩-১। বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই মারার অপরাধে উপামেকানোকে লাল কার্ড দেখানো হয়।

কেইন ৮৭ তম মিনিটে তাঁর ২৫ তম লীগ গোলটি করেছিলেন। তবে বায়ার্নের বিপক্ষে ৩-২ গোল শেষ হয় ম্যাচে। 

রেকর্ড টানা ১২তম লিগ শিরোপা তাড়া করা বায়ার্ন ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, লেভারকুসেনের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে। বোখুম ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছে।