ভারত থেকে একজন তরুণ ফুটবলার যাচ্ছেন ব্রাজিলে। তা-ও বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে। ভারতীয় ফুটবল মহলে এখন আলোচনায় আঠারো বছর বয়সী শুভ পাল (Shubho Paul)।
সুদেভা দিল্লির আক্রমণভাগের ফুটবলার শুভ পাল। খেলেন মূলত ফরোয়ার্ড পজিশনে। তিনি এখন ব্রাজিলে যাওয়ার পথে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিবাদের নিয়ে একটি স্কোয়াড গড়েছে বায়ার্ন মিউনিখ। দলের নাম দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখ ওয়ার্ল্ড স্কোয়াড। ব্রাজিলে গিয়ে কিছু প্রীতি ম্যাচে অংশ নেবে বায়ার্নের এই বিশেষ স্কোয়াড।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে বসবে বিশেষ ম্যাচের আসর। শুভরা মোট নয় দিন থাকবেন ব্রাজিলের রাজধানী শহরে। সেখানে বয়স ভিত্তিক বিভিন্ন দলের বিরুদ্ধে তাঁরা খেলবেন।
কম বয়সে নিজের ফুটবল প্রতিভাকে চিনিয়েছেন হাওড়ার শালকিয়ার শুভ পাল। সুদেভা দিল্লির হয়ে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে খেলেছেন। গোলও করেছেন কিছু। ভারতের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের হয়েও ম্যাচ খেলেছেন। এবং গোল করেছেন।