নিম্ন মানের রেফারিং। যার খেসারত দিতে হয়েছে দলকে। এমনই অভিযোগে কড়া অবস্থান নিয়েছে বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) অন্যতম দল শেখ রাসেল ক্রীড়া চক্র (Sheikh Russel KC)। লিগ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছে তারা।
বাংলাদেশের ফুটবল প্রিমিয়ার লিগের দুই রেফারি আলমগীর সরকার ও বিতু রাজ নামের দুই রেফারির বিরুদ্ধে শেখ রাসেল ক্লাব অভিযোগ জানিয়েছে। সম্প্রতি দলের দুই ম্যাচের রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে শেখ রাসেল। বর্তমানে লিগের অবনমনের খাঁড়া ঝুলছে ক্লাবের ওপর।
শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তারা মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে বসেছিলেন বলে জানা গিয়েছে। সেখানে নেওয়া হয়েছে গুরুতর সিদ্ধান্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি বিতর্কিত ওই দুই রেফারিকে নিষিদ্ধ না করে, তবে লিগ বর্জনের হুমকি দিয়েছে ক্রীড়া চক্র।
লিখিত আকারে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লিগ ও রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ পর্যন্ত লিগের একটি ম্যাচও মাঠে বসে দেখেননি, তাই মাঠে রেফারির পারফরম্যান্স সম্পর্কে তার কোনো ধারণাই নেই।’ সালাম মুর্শেদী অবৈধ ভাবে পদে রয়েছেন এমনটাই অভিযোগ শেখ রাসেলের।
২৮ ফেব্রুয়ারি কিংস এরিনায় রাসেলের ম্যাচ ছিল বসুন্ধরা কিংস দলের। সেখানে বিতর্কিত পেনাল্টি থেকে কিংস ম্যাচ জিতেছিল বলে মত শেখ রাসেল ক্লাবের। এরপরের ঘটনা ১৮ মার্চে। বাংলাদেশ পুলিশ পেনাল্টি গোল থেকে রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল। উক্ত দুই ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে বলে মনে করছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্তারা।