Mohun Bagan: বাগানের রিজার্ভ দলে নতুন কোচ! বাস্তবের কী হবে?

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) এবার কোচ জল্পনা তুঙ্গে। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ দলেও নতুন কোচের কাঁধে দায়িত্ব তুলে দিতে পারে ক্লাব। সিনিয়র দলের কোচের…

Bastab Roy coaching role speculation in mohun bagan

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) এবার কোচ জল্পনা তুঙ্গে। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ দলেও নতুন কোচের কাঁধে দায়িত্ব তুলে দিতে পারে ক্লাব। সিনিয়র দলের কোচের পদে কে থাকবেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে রিজার্ভ দলের কোচের পদে দেখা যেতে পারে ডেগি কার্ডোজোকে। ডেগি কার্ডোজো রিজার্ভ দলের কোচ হলে ক্লাবে বাস্তব রায়ের (Bastab Roy) ভূমিকা কী হতে পারে সে ব্যাপারেও ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে প্রশ্ন রয়েছে।

গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল বেশ নজর কেড়েছিল। রিজার্ভ দলের একাধিক ফুটবলার জায়গা করে নিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলে। বাস্তব রায়ের তত্বাবধানে দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোররা যে বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন সেটা বলাই বাহুল্য।

   

Mohun Bagan: বাগানে আসতে পারেন নতুন কোচ, হাবাসের ভূমিকা কী?

মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলে প্রতিভার অভাব না থাকলেও দল হিসেবে খেতাব অর্জন করতে পারেনি। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের শুরুটা ভাল করলেও শেষটা ভাল করতে পারেনি দল। কলকাতা ফুটবল লিগে দলের পারফরম্যান্স অনেকটা নির্ভর করেছিল দলের উঠতি ফুটবলারদের ওপর। সিএফএল-এও একই দৃশ্য, শুরু ভাল কিংবা শেষটা আশানুরূপ নয়।

মোহনবাগানের রিজার্ভ দলের প্রধান প্রশিক্ষকের পদে ডেগি কার্ডোজো প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন থাকছে বাস্তব রায়ের ভূমিকা নিয়ে। ক্লিফোর্ড মিরান্ডা মোহনবাগানের সিনিয়র দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কি না সেটা নিশ্চিত নয়। অন্য ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে বলে শোনা যাচ্ছে। ক্লিফোর্ড যদি সবুজ মেরুন শিবিরে আর না থাকেন সেক্ষেত্রে বাস্তবকে সিনিয়র দলের সহকারী প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Hugo Boumous: হুগোর বাগান ছাড়া শুধু সময়ের অপেক্ষা!

আগামী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলে নতুন বিদেশি কোচ নিয়োগ করা হতে পারে। বিদেশি কোচের সঙ্গে দায়িত্ব দেওয়া হতে পারে একজন ভারতীয় সহকারী কোচকে। যেমন হাবাসের ভারতীয় সহকারী ছিলেন ক্লিফোর্ড। তেমনই ক্লিফোর্ডের এই কাজের দায়িত্ব দেওয়া হতে পারে বাস্তব রায়কে।

যদিও এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোচের নাম কিংবা ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে চূড়ান্ত ঘোষণা না করা পর্যন্ত পুরো বিষয়টা রয়েছে জল্পনার স্তরে।