আরও একবার আলোচনায় উঠে এল বসুন্ধরা কিংস (Bashundhara Kings) বনাম মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) মধ্যেকার শেষ ম্যাচের কথা। এ বারেও গর্ব করার মতো খবর কিংস সমর্থকদের জন্য। এই খবরে অবশ্য সবুজ মেরুন সমর্থকরা খুশি হবেন না।
এবারের AFC গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ড্র করার পর বাংলাদেশে গিয়ে হেরেছে বাগান। কিংস এরিনায় পালতোলা নৌকাকে ২-১ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। মোহন বাগান সুপার জায়ান্টকে পরাজিত করার পরে গ্রুপ ক্রম তালিকার শীর্ষে কিংস। চাপে পড়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।
গত ৭ নভেম্বর কিংস এরিনায় কিংসের বিরুদ্ধে ছিল সুপার জায়ান্টের ম্যাচ। কিংসের দুটি গোলই দুর্দান্ত ছিল। যার মধ্যে একটি গোল সমর্থকদের বিচারে সেরা বলে বিবেচিত হয়েছে বলে জানা গিয়েছে। AFC কাপ ম্যাচ ডে চারের সেরা গোলদাতা বসুন্ধরা কিংসের মিগেল ফিগেরা। এই বিদেশি ফুটবলারের করা গোলটি সমর্থকদের বিচারে সপ্তাহের সেরা গোলের তকমা পেয়েছে বলে জানা গিয়েছে।
👑 King-size joy of beating Mohun Bagan SG for the first time!#AFCCup | @bashundharakngs pic.twitter.com/5fn75fZtqN
— #AFCCup (@AFCCup) November 19, 2023
আপাতত পরের পর্বে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বসুন্ধরা কিংসের। তবে মোহন বাগান সুপার জায়ান্টকে সব ম্যাচ জিততে হবে। বাগান যদি বাকি ম্যাচ জিততে পারে ও বসুন্ধরা কিংস পয়েন্ট হারায় তাহলে পয়েন্ট টেবিলে ফের অদলবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।