HomeSports Newsঅস্কার প্রসঙ্গে কী বলছেন বসুন্ধরা সভাপতি? জানুন

অস্কার প্রসঙ্গে কী বলছেন বসুন্ধরা সভাপতি? জানুন

- Advertisement -

দিন কয়েক ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্ব গ্ৰহন করেছেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)।‌ গত সপ্তাহে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ময়দানের এই প্রধান। আগের ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে রিজার্ভ দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে মাঠে নেমেছিলেন নন্দকুমার সেকাররা। মাঠে নামলেও আসেনি জয়। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে এবার বদলেছে পরিস্থিতি। আসন্ন ডার্বি ম্যাচ থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন এই নয়া কোচ। তাঁর হাত ধরেই জয়ের সরণিতে ফিরতে চাইছে মশাল ব্রিগেড।

আগামী ১৯ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। গত চারটি ম্যাচের হতাশা ভুলে এবার এই হাইভোল্টেজ ম্যাচ থেকেই জয় পেতে চাইবেন ক্লেটনরা‌। কাজ কাজে খুব একটা সহজ হবে না সেটা ভাল মতই জানেন সকলে। তবুও নতুন কোচের তত্ত্বাবধানে নিজেদের সুদিন ফেরানোই অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের।

   

উল্লেখ্য, ভারতীয় ফুটবলে খুব একটা নতুন নন স্পোটিং ক্লুব গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি। উভয় ক্ষেত্রেই যথেষ্ট নজর কে ছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের দায়িত্বে আসার পর দুরন্ত সাফল্য পান তিনি। মাথায় রেখেই তাঁকে দায়িত্ব দিয়েছে লাল-হলুদ‌। কলকাতার প্রধানের দায়িত্ব এসে আদৌ তিনি কতটা সাফল্য পান এখন সেদিকেই নজর থাকবে সকলের। অস্কারের দায়িত্বের প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

তিনি বলেন, ” আমি নিজেই ইস্টবেঙ্গলের শুভানুধ্যায়ী। একজন ইস্টবেঙ্গল সমর্থক ও বটে। অস্কার আমাদের ক্লাবে কোচিং করিয়েছেন। আমি চাইবো তিনি যেন ইস্টবেঙ্গলকে উতড়ে দেন। আইএসএলে ইস্টবেঙ্গল এখনও অব্দি জয় না পেলেও তাঁদের খেলা মন্দ লাগেনি। আশা করি অস্কার দায়িত্ব নিয়ে দলটাকে গুছিয়ে নেবে। ইস্টবেঙ্গল দলের হয়ে অস্কারের সাফল্য কামনা করি। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে তাঁর সাফল্যের বিভিন্ন পুরস্কার, আসবাব সমস্ত কিছু বিক্রি না করে দিয়ে এসেছেন ক্লাবের বিভিন্ন কর্মীদের।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular