গত অক্টবোর মাসে ডার্বির (Kolkata Derby) সকালে কলকাতায় পা রেখেছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। তাঁর লাল-হলুদ শিবিরের দায়িত্ব নেওয়ার পরই সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল দলে আসবেন নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার (Brazilian Footballer)। অর্থাৎ ক্লেন্টন সিলভার (Cleiton Silva) জায়গায় দলে যোগ দিতে পারেন তাঁরই দেশের ফুটবলার রবসন রবিনহো (Robson Robinho)। কারণ ইস্টবেঙ্গলের (East Bengal FC)নব নিযুক্ত কোচের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সম্পর্ক বেশ ভালো। দীর্ঘদিন বাংলদেশের ক্লাব বসুন্ধরা কিংসে (Bashundhara Kings) এই কোচের অধীনেই রবিনহো খেলেছিলেন একধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই তাঁর দলে আসা নিয়ে বেশ উচ্ছাসিত ছিলেন লাল-হলুদ সমর্থকরা। বসুন্ধরা কিংসে তাঁর বিদায়ের পর থেকেই জল্পনা উঠেছিল, তিনি কলকাতার কোনো বড় ক্লাবের সঙ্গে চুক্তি করবেন কি না। তবে এবার তাঁদের স্বপ্নে জল ঢেলে দিলেন রবসন রবিনহো নিজেই।
মুম্বাই ম্যাচে ক্লাবকে বিশেষ উপহার সাদা-কালো ব্রিগেড সমর্থকদের
বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল কলকাতা ফুটবলের আঙিনায়। লাল-হলুদ সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন, হয়তো একদিন রবসন রবিনহো তাদের দলের জার্সিতে মাঠে নামবেন। কারণ গত মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বাংলাদেশের ফুটবল ক্লাবের। তবে, সেই আশা খুব দ্রুতই ভেঙে গেল। কারণ, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে, রবসন সই করেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টা ক্লাবে, এবং সেই চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত স্থায়ী হবে।
গাব্বায় বুমরাহ-সিরাজের কাণ্ডে কপালে চিন্তার ভাঁজ হিটম্যানের!
এতে স্পষ্ট হয়ে গেছে যে, ইস্টবেঙ্গলের পক্ষে এখন রবসন রবিনহোকে সাইন করানো সম্ভব হয়ে উঠছে না। বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি ক্লাবের ওপর ক্ষোভ উগড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রবসন লেখেন, “ক্লাবের নায়কদের যথাযোগ্য সম্মান দেওয়া উচিত এবং সেই বিষয়ে আরও মনোযোগ দেওয়া দরকার।” বসুন্ধরা কিংসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরই ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা শুরুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে, রবসন কলকাতার ক্লাবের সঙ্গে চুক্তি না করে, আগেই সই করে ফেলেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টার সঙ্গে।
কেরালা ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার
View this post on Instagram
এটি লাল-হলুদ সমর্থকদের জন্য এক বিশাল হতাশার সংবাদ। এক সময়ের বসুন্ধরা কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রবসন রবিনহো, যিনি বাংলাদেশের ক্লাবে খেলেছেন, কলকাতার ফুটবল মহলে আসার জন্য প্রস্তুত ছিলেন বলে মনে হয়েছিল। কিন্তু, শেষমেশ তিনি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফিরে গেছেন, যা ইস্টবেঙ্গলের জন্য এক বড় ধাক্কা। এটি এমন একটি সময়েও ঘটেছে যখন কলকাতার ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়দের নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে, বিশেষ করে সেই ফুটবলারদের নিয়ে যারা আন্তর্জাতিক স্তরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের মধ্যে জোড়া ধাক্কা পাকিস্তান দলে
এদিকে, যদিও রবসনের সই করা ব্রাজিলের ক্লাবের সঙ্গে তার চুক্তি দৃঢ় হতে পারে, তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক সময়েই এমন ফুটবলারদের লোনে ছেড়ে দেওয়া হয়, যারা ক্লাবে সাইন করেছেন কিন্তু পরে তারা খেলতে পারেন না। ফলে, আগুয়া সান্টা ক্লাবে সই করলেও পরবর্তীতে যদি রবসন লোনে অন্য কোনো ক্লাবে চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে, মশাল ব্রিগেডের সমর্থকদের জন্য এই পরিস্থিতি বেশ দুঃখজনক।