খেলার মাঠে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি একের পর এক বিতর্ক। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও পড়েছে বিতর্কের আঁচ। প্রশ্ন উঠেছে সে দেশের ফুটবল সমর্থকদের একাংশের আচরণ নিয়ে। এএফসি কাপের (AFC Cup) ম্যাচের আগে এবার পদক্ষেপ নিল বসুন্ধরা কিংস (Bashundhara Kings)।
আগামীকাল রয়েছে বসুন্ধরা কিংসের ম্যাচ। এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশের অন্যতম সেরা দলের প্রতিপক্ষ মেজীয়া। ঘরের মাঠে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে বসুন্ধরা এখন গ্রুপ শীর্ষে। পরের পর্বে যাওয়ার জন্য তারাই এখন প্রবল দাবিদার। তবে পয়েন্ট হাতছাড়া করলে সমস্যায় পড়তে পারে ক্লাব। অন্য দিকে মেজিয়ার পরের পর্বে যাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে।
বসুন্ধরার জন্য মাস্ট উইন এই ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশ্যে জরুরি কিছু ঘোষণা করেছে ক্লাব। কিংস এরিনায় বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ক্লাব। আগ্নেয়াস্ত্র, ফ্লেয়ার, আতশবাজি, জলের বোতল, রাজনৈতিক পতাকা, ব্যাগ, ধূমপান, গ্যালারি থেকে মাঠে প্রবেশ করা, মাঠে কোনো কিছু নিক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে ক্লাব।
আসলে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে কিংস এরিনায় দর্শক আচরণ প্রশ্নের মুখে পড়েছিল। এরপর বাংলাদেশের জাতীয় দলের ম্যাচেও দেখা দিয়েছিল বিতর্ক। মাঠে ঢুকে পড়েছিল দর্শক, মাঠে বোতল ছোঁড়ার অভিযোগ উঠেছিল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে।