ইস্টবেঙ্গলকে সমীহ করছেন বসুন্ধরা কোচ ভ্যালেরিউ টিটা

মঙ্গলবার বিকেলে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। দিন কয়েক আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেজমেহ এফসির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের এই…

Valeriu-Tita

মঙ্গলবার বিকেলে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। দিন কয়েক আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেজমেহ এফসির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব।‌‌ অনবদ্য লড়াই করে ও শেষ পর্যন্ত আসেনি জয়। এক গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল লেবাননের ফুটবল ক্লাব। যারফলে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে নেজমেহ এফসি। যারফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ডু অর ডাই হতে চলেছে গ্ৰুপের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে হবে ভারতের শক্তিশালী ফুটবল ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)সঙ্গে।

এই ম্যাচ যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বর্তমান কোচ ভ্যালেরিউ টিটা (Valeriu Tita)। সেইমতো ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন রোমানিয়ান কোচ। তিনি বলেন, ” ইস্টবেঙ্গল ভালো দল। ওদের ভালো কোচ রয়েছে। যিনি আমাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো মতোই জানেন। দুই দলের জন্যই যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে। যাদের পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে জয় যথেষ্ট প্রয়োজন। আশা করছি আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। এই ম্যাচে ও আমাদের গোলের সুযোগ করে নিতে হবে। সেটা কাজে লাগিয়েই গোল তুলে নিতে হবে।”

   

একটা সময় এই বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) দায়িত্ব পালন করে এসেছেন অস্কার ব্রুজন‌‌‌। বলতে গেলে নিজের কোচিং ক্যারিয়ারে অন্যতম সেরা সময় কাটিয়েছেন বাংলাদেশে। জিতিয়েছেন একাধিক ট্রফি। তবে গত কয়েক সপ্তাহ আগেই তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেয় কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)ফুটবল ক্লাব। কার্লেস কুয়াদ্রাতের উত্তরসূরি হিসেবে এবার এই কোচের উপরেই ভরসা রাখছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও এই নয়া কোচের হাত ধরেই সুদিন ফেরাতে চাইছে ইস্টবেঙ্গল।

অন্যদিকে বসুন্ধরা (Bashundhara Kings) দলের বর্তমান পরিস্থিতি খুব একটা সুখকর না থাকলেও টিটার উপরেই ভরসা রাখছে বাংলাদেশের এই ফুটবল দল। তবে সময়ের সাথে সাথেই যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠছে গোটা পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লাল-হলুদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না ভ্যালেরিউ টিটা (Valeriu Tita)।