Oscar Bruzon: সবুজ-মেরুন প্রসঙ্গে কি বলছেন বসুন্ধরা কোচ? জানুন

Oscar Bruzon

আগামী ২৪ অক্টোবর এএফসি কাপের ম্যাচ খেলতে ভারতে আসবে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ব্যাপক ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

অন্যদিকে, একেবারেই উল্টো পরিস্থিতি বসুন্ধরার। নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস ক্লাবের কাছে হেরে যাওয়ার পর সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে জয় পেয়েছে এই ফুটবল দল। যারফলে, কিছুটা হলেও আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরা ফুটবল দল। তাই হুয়ান ফেরেন্দোর মোহনবাগান দলের মুখোমুখি হওয়ার আগে অনেকটাই আত্মবিশ্বাসী বসুন্ধরা দলের কোচ অস্কার ব্রুজোন।

   

তবে কিছুটা হলেও প্রতিপক্ষ দলকে সমীহ করছেন এই কোচ। তার কথায়, “মোহনবাগান ফুটবল ক্লাব গত কয়েক বছর ধরেই যথেষ্ট ধারাবাহিক পারফরম্যান্স করছে। তাদের দলের মধ্যে ও এখন যথেষ্ট ভারসাম্য রয়েছে। সেইসাথে প্রত্যেক ফুটবল টুর্নামেন্টেই নিয়মিত ভালো ফলাফল করছে। সেইসাথে বিদেশী ফুটবলারদের ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর তৈরি হয়েছে।”

পাশাপাশি গতবারের পরাজয় নিয়ে ও মুখ খুলতে দেখা যায় এই বিদেশী কোচকে। তিনি বলেন, আগের বছর আমাদের বেশকিছু ভুলভ্রান্তি ছিল। সেজন্য, আশানুরূপ ফল পাওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার নিজেদের প্রমাণ করার সুযোগ এসেছে। আমরা সম্ভবত ভারতের সেরা ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছি।

উল্লেখ্য, এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে বর্তমানে নিজেদের পুরোনো ট্র্যাকে ফিরেছে বসুন্ধরা কিংস। তাই আগামীতে যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা কলিঙ্গ স্টেডিয়াম তা কিন্তু বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন