Bashundhara Kings: মোহামেডানকে হারিয়ে বিপিএলের মুকুট ধরে রাখল কিংস

Bashundhara Kings Clinch BPL Title

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে টেবিলের উপরের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে শুরুটা হয়েছে বেশ সাদামাটাই। এটাক কি সেটা যেন মোহামেডান ভুলেই গিয়েছিলো। এমনকি কমোহামেডানের রক্ষণে গ্যালারীর দর্শকরাও হারিয়েছে ধৈর্য। উল্টো ছিলো বসুন্ধরা কিংস (Bashundhara Kings) এর খেলার ধরণ। তারা খেলল বরাবরের মতোই আক্রমণাত্মক ফুটবল; গোলও পেয়ে গেলতারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মোহামেডান ক্রেছে। কিন্তু ফলাফল কিছুই পায়নি, পারেনি কিংস এর লিগের মুকুট কেড়ে নিতে।

Advertisements

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জিতেছে কিংস। এই জয়েতিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছে ব্রুসনের দল। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে খোলা থাকল লিগে রানার্সআপহওয়ার পথ।

প্রথম লেগে মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল কিংস। চলতি লিগে সেটাই এখন পর্যন্ত তাদের একমাত্র হার। হারের মধুর প্রতিশোধও কিংস নিল শিরোপা উৎসব নিশ্চিত করার পথে। ২০১৮-১৯ মৌসুমে প্রথম লিগের মুকুট জয়ের পর থেকে এ নিয়ে টানা পাঁচ বার সেরা হলো কিংস। মাঝে ২০১৯-২০ মৌসুমের লিগ করোনাভাইরাস মহামারীর কারণে ছয় রাউন্ড খেলার পর পরিত্যাক্ত হয়েছিল।

এবার কিংসকে যা একটু চাপে রেখেছিল মোহামেডানই। কিন্তু ফিরতি লেগের দেখায় দলটি রক্ষণে মনোযোগ দেয় শুরু থেকে। তাতে কিংস আরও উপরে উঠে খেলার সুযোগ পেয়ে যায়। পঞ্চম মিনিটে রিমনের ক্রসে বক্সে ডিফেন্ডারদের ফাঁক গলে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। ত্রয়োদশ মিনিটে এই ব্রাজিলিয়ানের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।

চাপ ধরে রেখে অষ্টাদশ মিনিটে মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায় কিংস। শেখ মোরসালিনের ছোট পাস ধরে মিগেল ফিগেইরা দামাশেনো বল বাড়ান বক্সে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

একটু পরই মোজাফ্ফর মোজাফ্ফরভের দূরপাল্লার ফ্রি কিক উড়ে যায় কিংসের ক্রসবারের উপর দিয়ে। ৩৯তম মিনিটে উজবেকিস্তানের এই মিডফিল্ডারের শট বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগেই ফেরান মেহেদী হাসান শ্রাবণ। মোহামেডানেরও সমতায় ফেরা হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক থেকে মোরসালিনের কর্নারে দূরের পোস্ট থেকে হেডে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বক্সে ছিলেন বিনা পাহারায়!

Advertisements

৬০তম মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর ফ্রি কিক আটকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। পাঁচ মিনিট পর ম্যাচে ফেরে সাদাকালো জার্সিধারীরা। শাহরিয়ান ইমনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন মিনহাজ রাকিব; ফিরতি পাস ধরে নিখুঁত শটে খুঁজে নেন জাল। এই গোলে আত্মবিশ্বাসে আরও উজ্জীবিত হয়ে ওঠে মোহামেডান। শাণাতে থাকে আক্রমণ।

৬৯তম মিনিটে সুলেমানে দিয়াবাতের পাস ধরে ইমনের কোনাকুনি শট কোনোমতে পা দিয়ে আটকান শ্রাবণ; এরপর ছোট বক্সের একটু উপর থেকে মোজাফ্ফরভের জোরালশট প্রতিহত করেন তপু বর্মন। দশ মিনিট পর আরিফ হোসেনের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

৮২তম মিনিটে উত্তাপ ছড়ায় ভিন্ন কারণে। রবিনিয়োর ট্যাকলের পর বলের নিয়ন্ত্রণ নিতে বিশ্বনাথ ঘোষের সঙ্গে লড়াইয়ে পড়ে যান মোজাফ্ফরভ। পড়ে থাকা উজবেক ফরোয়ার্ডের হাঁটু পা দিয়ে মাড়িয়ে দেন বিশ্বনাথ, মোজাফ্ফরভ উঠে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন বিশ্বনাথকে। রেফারি মোজাফ্ফরভকে হলুদ কার্ড দেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের ঠিক উপর থেকে ইমানুয়েল সানডের নিচু জোরালশট শ্রাবণ ঝাঁপিয়ে ফেরালে হতাশায় মাথায় হাত ওঠে মোহামেডানের। একটু পরই বাজে শেষের বাঁশি। গ্যালারিতে থাকা কিংস সমর্থকেরা লাল ধোয়ার কুণ্ডুলি উড়িয়ে মেতে ওঠে আনন্দে।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচটি হয়েছে গোলশুন্য ড্র। আররাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এগিয়ে গিয়েও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ ড্র করেছে ফর্টিস একাডেমি। ৩৯তম মিনিটে ওমার সারের গোলে এগিয়ে যায় ফর্টিস; ৭৩তম মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান নয়ন হোসেন।

১৫ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস; ২ পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে শেখ জামাল। ৭ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ব্রাদার্স।