Bashundhara Kings: বিদেশি শক্তির ক্ষেত্রে বাগানকে টেক্কা দিতে পারে বসুন্ধরা

Bashundhara Kings
প্রতিকি ফাইল ছবি

আগামী তিনদিন পরেই এএফসি কাপের পরবর্তী ম্যাচ খেলতে ভুবনেশ্বর উড়ে যাবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী বসুন্ধরা কিংস (Bashundhara Kings) দল। উল্লেখ্য, এবারের আইএসএলে টানা তিন ম্যাচ জয়ের পাশাপাশি এএফসি কাপের ম্যাচেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান ব্রিগেড। প্রথমদিকে, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসির পাশাপাশি বাংলাদেশের ঢাকা আবহনীর মতো ক্লাবকে হারিয়ে গ্রুপ পর্বে পৌঁছে যায় কলকাতার এই প্রধান। সেই জয়ের ধারা বজায় রয়েছে এখনও অব্দি।

প্রথম ম্যাচে ভারতের শক্তিশালী দল ওডিশা এফসিকে হারিয়ে শুরু হয় অভিযান। তারপর মালদ্বীপের শক্তিশালী মাজিয়া এফসি বধ। আগের সিজনে ও এই দলকে পরাজিত করেছিল কলকাতার এই প্রধান। তবে এবার ছিল সম্পূর্ণ নতুন দল। তবে তাতেও এসেছে সাফল্য। এবার তাদের লড়াই বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে। গত ম্যাচে শক্তিশালী মাজিয়া দলকে ফেরেন্দোর বাগান শিবির আটকাতে সক্ষম থাকলেও এবার প্রতিপক্ষ বসুন্ধরার বিপক্ষে ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিদেশি ফুটবলার।

   

হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে বিদেশি ফুটবলারদের সংখ্যার নিরিখে কিছুটা হলেও এগিয়ে বসুন্ধরা কিংস। সবুজ-মেরুনে একদিকে যেমন ছয়জন বিদেশি। অন্যদিকে, বসুন্ধরায় রয়েছে মোট আটজন বিদেশি ফুটবলার। তবে গুণগতমানের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে মোহনবাগান। তবে অন্যান্য ক্ষেত্রে মোহনবাগান সুপারজায়ান্টস দলের তুলনায় বসুন্ধরা কিংস পিছিয়ে থাকলেও মাঝমাঠের দিক থেকে একে অপরকে টক্কর দিতে পারে সমানভাবে।

একদিকে যেমন রয়েছেন হুগো বুমোস ঠিক তেমনভাবেই অন্যদিকে মাঝমাঠে রয়েছেন রবিনহো। তাই লড়াই যে সহজ হবে না তা বলাই চলে। এছাড়াও ফিনল্যান্ডের এক রাইট ব্যাক রয়েছেন বাংলাদেশের এই ফুটবল দলে। এক্ষেত্রে খাতায় কলমে তাদের বিদেশি সংখ্যা সাতজন হলেও ফিনল্যান্ডের সেই তারকার কাছে বাংলাদেশের নাগরিকত্ব থাকায় মোট সংখ্যা দাঁড়িয়েছে আট। এবার এদের সামনে রেখেই হবে লড়াই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন