Tuesday, October 14, 2025
HomeSports NewsBarcelona: র‍্যামোসের রেকর্ড ভাঙলেন বার্সেলোনার পাউ কুবারসি

Barcelona: র‍্যামোসের রেকর্ড ভাঙলেন বার্সেলোনার পাউ কুবারসি

বার্সেলোনার (Barcelona) উঠতি তারকা পাউ কুবারসি (Pau Cubarsí) স্পেনের (Spain) জাতীয় দলে ডাক পেয়েছেন। চলতি বছরটা প্যানিশ ইয়ংস্টারের জন্য বিশেষ হতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে নিজের প্রতিভার পরিচয় তিনি দিয়েছেন। লম্বা পাস বাড়ানোর ক্ষেত্রে তিনি যথেষ্ট দক্ষ।

Advertisements

প্রাথমিকভাবে ইনজুরি কভার হিসেবে স্কোয়াডে যোগ দিলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বার্সেলোনার সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। ম্যানেজার জাভি হার্নান্দেজ পাউ কুবারসির প্রশংসা করেছেন।

Advertisements

অনূর্ধ্ব-১৭ পর্যায়ে স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করার পর কুবারসি এখন লুইস দে লা ফুয়েন্তের প্যানেলে জায়গা করে নিয়েছেন। লামিন ইয়ামাল বার্সেলোনার প্রথম দলে ইতিমধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এরপর থেকেই বার্সেলোনায় অ্যাকাডেমির ছেলেদের মাঠে পরখ করে নেওয়ার প্রবণতা আরও বেড়েছে।

লামিন ইয়ামাল ১৬ বছর ৫৭ দিন বয়সে জর্জিয়ার বিপক্ষে ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলার এবং স্কোরার হিসাবে নতুন যৌথ রেকর্ড স্থাপন করেছিলেন। সতীর্থ বার্সেলোনা তারকা গাভির পর কুবারসি এখন তৃতীয় সর্বনিম্ন শীর্ষ ফ্লাইট গেমসের ফুটবলার যিনি স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ