অবিশ্বাস্য প্রত্যাবর্তন। বার্সেলোনা সমর্থকদের জন্য দারুণ এই মুহূর্ত। দুই গোল পিছিয়ে থাকার পর তিন গোল দিল দল। তাও ম্যাচের অন্তিম লগ্নে। ছ’মিনিট ৩ গোল।
লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লারসেন। বার্সেলোনা সমতা ফেরানোর চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। বিরতির আগে পর্যন্ত ব্যর্থ হয় বার্সেলোনার সমস্ত প্রয়াস। কোচ জাভির মতে, “প্রথমার্ধে আমরা একেবারেই প্রত্যাশা মতো খেলতে পারিনি।”
Three goals in six minutes.
— FC Barcelona (@FCBarcelona) September 23, 2023
প্রবল প্রতিপক্ষের শৈথিল্যের সুযোগে ম্যাচে লিড বজায় রেখেছিল সেল্টা ভিগো। বিরতির পর বার্সেলোনা অনেক গোছানো ফুটবল খেলতে শুরু করে। প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে শুরু করেন গাভি, রাফিনহারা। এক প্রকার খেলার গতির বিরুদ্ধে গিয়ে সেল্টা ভিগোর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দৌবিকাস। পরিবর্ত হিসেবে গাভিকে মাঠে নামানো জাভির মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে। তরুণ স্প্যানিশ মিডফিল্ডারের ডিফেন্স চেরা পাশ থেকেই জোয়াও ক্যানসেলোর গোল।
FULL TIME!!! EPIC COMEBACK! #BarçaCelta pic.twitter.com/ewsm3CQcX0
— FC Barcelona (@FCBarcelona) September 23, 2023
ম্যাচের ৮০ থেকে ৯০ মিনিট পর্যন্ত আক্রমণে ঝড় তুলেছিল বার্সেলোনা। মাঝমাঠে খেলার গতি বৃদ্ধি পেয়েছিল কয়েক গুণ। একাশি মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল পরিশোধ করতে ভুল করেননি রবার্ট লিওয়ান্দস্কি। মিনিট তিনেক পর ফের গোল করলেন পোলিশ স্ট্রাইকার, স্কোরলাইন ২-২। দর্শকরা দ্বিতীয় গোলের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের গোল, এবার ক্যানসেলো। দুই গোল পিছিয়ে থেকে ৩-২ গোল জয় লাভ বার্সেলোনার।


