East Bengal: চেন্নাইয়ের পথে পাড়ি দিলেন ইস্টবেঙ্গলের বাতিল ফুটবলার

গত কয়েকদিন আগেই পুরোনো স্কোয়াড থেকে একাধিক ফুটবলারদের ছাটাই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যাদের মধ্যে সিনিয়রদের পাশাপাশি ছিল বেশকিছু জুনিয়র ফুটবলার। সেই তালিকায় নাম না…

ankit mukherjee

গত কয়েকদিন আগেই পুরোনো স্কোয়াড থেকে একাধিক ফুটবলারদের ছাটাই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যাদের মধ্যে সিনিয়রদের পাশাপাশি ছিল বেশকিছু জুনিয়র ফুটবলার। সেই তালিকায় নাম না থাকলেও গত মরশুমে লাল-হলুদে খেলা আরেক ফুটবলার অঙ্কিত মুখোপাধ্যায়ের সঙ্গে ও সম্পর্ক ছিন্ন করেছে লাল-হলুদ শিবির।

Advertisements

যদিও গত মার্চ মাসের শেষদিন পর্যন্ত চুক্তি ছিল সেই তারকার। তবে পরবর্তীতে আর তা নবীকরণ করা হয়নি ক্লাবের তরফ থেকে। যারফলে, ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। তাই আগামী মরশুমের জন্য নাকি এবার চেন্নাইন এফসি কে বেছে নিয়েছেন অঙ্কিত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খেলার মাঠে একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লাইম লাইট উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। গত হিরো ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে হঠাৎ মাঠ থেকে অঙ্কিত কে তুলে নিয়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। যারফলে সকলের সামনে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল এই বাঙালি ফুলব্যাককে।

তারপরে বিধিভঙ্গের কোপে পড়ে প্রায় ১ লক্ষ টাকা জরিমানা ও দিতে হয়েছিল লাল-হলুদের এই ফুটবলার কে। এমনকি পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ স্টিফেন কনস্ট্যানটাইন জানান, ভবিষ্যতে লাল-হলুদ জার্সি পড়ে অঙ্কিত আর খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ঠিক তেমনটাই হয়েছিল সেবার।

লাল-হলুদের প্রাকটিসে নামানো হলেও আর কোনো ম্যাচে খেলতে দেখা যায়নি অঙ্কিত কে। তারপর মার্চ শেষ হতেই তার সঙ্গে চুক্তি আর নবীকরণ করেনি ইস্টবেঙ্গল। পূর্বে এটিকে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং দলের হয়ে ও খেলেছেন এই তারকা ফুটবলার। তবে আগামী মরশুমে চেননাইন দলের জার্সিতে কতটা সফল থাকেন, সেটাই দেখার বিষয়।