মাথায় ঝুলছে খুনের মামলা, মাঠে শাকিবের বিশ্ব রেকর্ড

রক্তাক্ত ছাত্র ও জনতার বিক্ষোভে বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা (Sheikh Hasina) জমানা শেষ হয়েছে গত ৫ আগস্ট। টানা চারবার সরকার গড়েছিলেন তিনি। ক্ষমতাচ্যুত হাসিনা এখন…

Bangladesh's Shakib Al Hasan is the highest wicket-taker among left-arm spinners

রক্তাক্ত ছাত্র ও জনতার বিক্ষোভে বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা (Sheikh Hasina) জমানা শেষ হয়েছে গত ৫ আগস্ট। টানা চারবার সরকার গড়েছিলেন তিনি। ক্ষমতাচ্যুত হাসিনা এখন ভারতে আশ্রিত। তাঁর আমলে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ হয়েছিলেন শাকিব আল হাসান। সরকার পতনের সাংসদ ও বিশ্ববিখ্যাত ক্রিকেটার শাকিবের (Shakib Al Hasan) বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। এক আন্দোলনকারীকে গুলি করে খুনের মামলায় মোট ২৮ জন অভিযুক্তর তালিকায় আছেন শাকিব। এই হত্যা মামলা মাথায় নিয়ে প্রবল চাপের মুখে তিনি বিশ্ব রেকর্ড করলেন।

কবে বাংলাদেশের ক্ষমতা ছাড়বেন জানালেন নোবেলজয়ী ড. ইউনূস

   

পাকিস্তান সফরের প্রথম টেস্টে জয়ী বাংলাদেশ দল। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী শাকিব আল হাসান। তিনি প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার।

রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের জাতীয় দল পাকিস্তানে টেস্ট সফর করছে। সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় লাভ করল। রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনে বিশ্বরেকর্ড গড়েছেন শাকিব। শেষদিনের প্রথম সেশনে ২ উইকেট তুলে নেন তিনি।

ট্রফি জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গলের ছোটরা

ক্রিকেট পরিসংখ্যানে উঠে এসেছে, নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন শাসিত। এই মুহূর্তে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬টি। আর ভেত্তোরির উইকেট সংখ্যা ৭০৫টি। পাক ক্রিকেটার আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন বাংলাদেশের শাকিব আল হাসান।

বাংলাদেশে শাকিবের নামে খুনের মামলা

সরকারি চাকরিতে আসন সংরক্ষণ নিয়ম সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে ছাত্র আন্দোলন চলছিল। অভিযোগ আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালিয়েছিল। বহু মৃত্যু হয়েছে বাংলাদেশে।

মারতে শুরু করলে একেবারে ৯ ছক্কা! হৈচৈ ফেলে দিয়েছেন শুভমন গিলের এই বন্ধু

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পোশাক শ্রমিক রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

এই হত্যা মামলায় ২৮জন অভিযুক্তদের একজন শাকিব আল হাসান। এজাহারে লেখা তাঁর ঠিকানা দেখে বোঝা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাকিব। এজাহারে তাঁকে প্রাক্তন সাংসদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে এই ঘটনার সময় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাংসদ শাকিব ছিলেন দেশের বাইরে। সরকা পতনের পর তিনি বিদেশেই চরম কটাক্ষের মুখে পড়েন। তাঁর রাজনৈতিক অফিসে হামলা হয়। তিনি আপাতত দেশে ফিরবেন কিনা স্পষ্ট নয়।