এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের (Bangladesh) বসুন্ধরা কিংস (Basundhara Kings)। ম্যাচের আগে মনস্তাত্বিক খেলায় সবুজ মেরুন ব্রিগেডকে চাপে রাখতে চেয়েছিলেন বসুন্ধরা কোচ। তার ফল হয়েছে উল্টো। ম্যাচের পর বাগান কোচ হুয়ান ফেরান্ডো বলেছেন যে মুখে না, ছেলেরা মাঠে জবাব দিলেই ভালো লাগে।
শনিবার এটিকে মোহন হারলে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস হয়তো বাঁধ ভাঙতো। কিন্তু এখন আর সেটা হওয়ার নয়। কালবৈশাখীর মতো দুরন্ত সবুজ মেরুনের বিরুদ্ধে বৃথা গিয়েছে কোচের শব্দবান। এই পরিস্থিতি এখন ইতিহাসের পাতা ঘাঁটছেন বাংলাদেশী ফুটবল সমর্থকদের কেউ কেউ।
বাগানের বিরুদ্ধে চার গোল খাওয়ার পর বাংলাদেশের ফুটবল প্রেমীদের একাংশ তুলে ধরেছেন ২০১৪ সালের শেখ জামাল ধানমুন্ডির কথা। সে বছর কিংস কাপে মোহনবাগানকে (Mohun Bagan) পাঁচ গোল দিয়েছিল ধানমুন্ডি। পাল্টা তিন গোল দিয়েছিল বাগান।
শেখ জামালের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ গিয়েছিল ২০১৪ সালের ২৭ নভেম্বর। বিরতির আগে দাপিয়ে বেরিয়েছিল বাংলাদেশের দল। তখন তিন গোল হজম করেছিল মোহনবাগান। বিরতির পর আরও দু’টি গোল দিয়েছিল জামাল। মোহনবাগান শোধ করেছিল তিন গোল।