বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে কলকাতায় খেলবে এই দেশ, জানাল ICC

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলা জল্পনার অবসান। বাংলাদেশের পরিবর্তে (T20 World Cup)আসন্ন বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক থাকার সিদ্ধান্তে অনড়…

bangladesh-replaced-by-scotland-t20-world-cup-kolkata

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলা জল্পনার অবসান। বাংলাদেশের পরিবর্তে (T20 World Cup)আসন্ন বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক থাকার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড , আর তারই ফলশ্রুতিতে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেল টাইগাররা। কিন্তু প্রশ্ন উঠছে জার্সি, হংকং, পাপুয়া নিউগিনি বা এশিয়ার অন্য কোনও দল থাকা সত্ত্বেও স্কটল্যান্ডকেই কেন বেছে নিল আইসিসি?

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগেই ২২ জানুয়ারি বাংলাদেশ সরকার ও বিসিবি জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে দল ভারতে যাবে না। এমনকি আইসিসির একাধিক বৈঠক ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরেও বিসিবি আনুষ্ঠানিকভাবে অবস্থান বদলায়নি।

Advertisements

নতুন বছরে বাংলার মসনদে কে ? বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা

   

উল্টে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপ না-খেলার সিদ্ধান্ত প্রকাশ্যে জানানো হয়, আইসিসির মতে প্রথা লঙ্ঘন। শেষ পর্যন্ত দুবাইয়ে আইসিসির শীর্ষ বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডই কেন?

আইসিসির সামনে বিকল্প যে কম ছিল, তা নয়। জার্সি, হংকং, পাপুয়া নিউগিনি এমনকি এশিয়ারও একাধিক দল ছিল সম্ভাব্য তালিকায়। কিন্তু মূল সমস্যা ছিল যোগ্যতা।

বাংলাদেশ যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে জায়গা পেয়েছিল। ফলে তাদের বদলে যে দলকেই নেওয়া হোক না কেন, তারা হবে ‘অযোগ্য’ অর্থাৎ কোয়ালিফায়ার পর্ব টপকে আসেনি। এই বিশেষ পরিস্থিতিতে আইসিসি অতীত নজির ও পারফরম্যান্সকে গুরুত্ব দেয়।

২০০৯ সালে রাজনৈতিক কারণে জিম্বাবোয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেওয়ায় সেবারও স্কটল্যান্ডকেই সুযোগ দিয়েছিল আইসিসি। ইতিহাস এবারও ফিরে এল। ইউরোপের ক্রিকেট সার্কিটে স্কটল্যান্ড এখন আর অচেনা নাম নয়। আইসিসির অ্যাসোসিয়েট সদস্য হয়েও শেষ তিনটি টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স তাদের।

২০২৪ বিশ্বকাপ‌ : ইংল্যান্ডকে হারিয়ে চমক, গ্রুপে তৃতীয় স্থান
২০২২ বিশ্বকাপ‌ : ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারানো
২০২১ বিশ্বকাপ : সুপার-১২ রাউন্ডে ওঠা

এছাড়া, বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়েও স্কটল্যান্ডই সবার উপরে। যদিও ইউরোপীয় বাছাইয়ে এ বছর স্কটল্যান্ডের ওপরে ছিল জার্সি, তবু সামগ্রিক অভিজ্ঞতা ও বড় মঞ্চের পারফরম্যান্সই শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে এগিয়ে দেয়।

কারা কারা স্কটল্যান্ডের প্রতিপক্ষ?

বিশ্বকাপে স্কটল্যান্ডের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর

৯ ফেব্রুয়ারি: ইতালির বিরুদ্ধে (কলকাতা)
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে (কলকাতা)
গ্রুপের শেষ ম্যাচ: নেপালের বিরুদ্ধে (মুম্বই)

Advertisements