ফুটবল মাঠের পর ক্রিকেট মাঠেও লজ্জার মুখে পড়ল বাংলাদেশ (Bangladesh)। একটি ম্যাচে দলের ন’জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। এর আগে ক্রিকেট ইতিহাস শেষ হবে এমন ঘটনা ঘটেছিল সেটা অনেকেই মনে করতে পারছেন না।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka)। শেষ ম্যাচে জিতে সিরিজ দখল করেছেন শ্রীলঙ্কানরা। সৌজন্যে বাংলাদেশের দশাসই ব্যাটিং। মীরপুরের রুক্ষ উইকেটেও ফুল ফোটালেন শ্রীলঙ্কার বোলাররা।
A superb performance by Asitha Fernando to claim Player of the Match 💥
This is only the second time a Sri Lanka pacer has taken 10 wickets in an away Test.#BANvSL | #WTC23 pic.twitter.com/xRGUNwAFZI
— ICC (@ICC) May 27, 2022
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের মুখে পড়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং লিটন দাসের ঐতিহাসিক পার্টনারশিপের দৌলতে স্কোরবোর্ডে ৩৬৫ রান তুলেছিল ওপর বাংলা। রহিম ৩৫৫ বলে করেছিলেন ১৭৭ অপরাজিত। এবং লিটনের নামের পাশে ২৪৬ বলে ১৪১ রান। বাংলাদেশের এই ইনিংসে মোট ছয়জন ব্যাটসম্যান খালি হাতে সাজঘরে ফিরেছিলেন।
প্রথম ইনিংসে ছ’জন শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনজন। ফলত একটি ম্যাচে বাংলাদেশের ন’জন একটিও রান করতে পারেননি। ওপেনার তামিম ইকবাল দুই ইনিংসেই ব্যর্থ।
শ্রীলঙ্কার অশিথা-রজিথা জুটিতে পড়েছে সতেরোটি উইকেট। প্রথম ইনিংসে দুজনে নিয়েছিলেন যথক্রমে চারটি এবং পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ছ’টি এবং দু’টি উইকেট।