বাংলাদেশের (Bangladesh News) নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। মহিলাদের T20 World Cup ভেন্যু নির্ভর করছে বাংলাদেশের পরিস্থিতির ওপর।
IND vs SL: সেঞ্চুরি করেও ব্রাত্য! সঞ্জুর ODI দলের বাইরে থাকার পিছনে থাকতে পারে ৩ কারণ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছে। শনিবার ঢাকায় কারফিউ জারি করে সেনাবাহিনী। কাউন্সিলের পক্ষ থেকে সংবাদ সংস্থায় জানানো হয়েছে, ‘বিশ্বজুড়ে আমাদের স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষণ রয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসি বোর্ডের এক সদস্য সংবাদ সংস্থাকে বলেছেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি।’
২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে রেকর্ড ছ’বার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একবার করে জিতেছে এই টুর্নামেন্টের খেতাব। অন্যদিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত তাদের প্রথম শিরোপা দখল করতে চাইবে।
ভারত বর্তমানে শ্রীলঙ্কার ডাম্বুলায় মহিলা এশিয়া কাপে খেলছে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এই মহিলা এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের তারকা পেসার রেণুকা সিং বলেছেন, ‘এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর পরে আমাদের হাতে খুব বেশি ম্যাচ নেই (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে)।’
একুশের মঞ্চে মমতার মুখে হিংসাবিধ্বস্ত বাংলাদেশ! দিলেন বিরাট বার্তা
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে।