Women’s Premier League: তহুরার ৭ আর সাগরিকার ৪ গোলে জামালপুরের জালে ১৭ গোল

মোত্তাকিন মুন, ঢাকা: মহিলা প্রিমিয়ার লীগে (Women’s Premier League) বাংলাদেশ জাতীয় দলের তারকাদের গোলের বন্যা বইছেই। আজ বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে…

Bangladesh National Team

মোত্তাকিন মুন, ঢাকা: মহিলা প্রিমিয়ার লীগে (Women’s Premier League) বাংলাদেশ জাতীয় দলের তারকাদের গোলের বন্যা বইছেই। আজ বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কাচারিপাড়া একাদশকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তহুরা খাতুন ও সাগরিকার দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব (এআরবি)।

Advertisements

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের হয়ে তহুরা করেন সাত গোল। চারবার প্রতিপক্ষের জালে গোলের দেখা পেয়েছেন তারকা ফুটবলার সাগরিকাও। তাছাড়া সুরভি আকন্দ প্রীতি ২টি এবং স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার ও সুরমা জান্নাত একটি করে গোল করেছেন।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই আট গোল করে কাচারিপাড়াকে এলোমেলো করে দেয় তহুরারা। বিরতির পরও তাদের দাপট অব্যাহত থাকে। শেষের হাফটাইমে জামালপুরের জালে শুধু গোলের বন্যা বয়েছে।

সেনাবাহিনীর বিপক্ষে হেরে উইমেন’স লিগ শুরুর পর টানা তিন জয় পেলো এআরবি। আগের দুই ম্যাচে তারা জিতেছিল ফরাশগঞ্জ ও ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে।