সুনীলদের বিরুদ্ধে মাঠে নামতে ওপার বাংলায় পৌঁছেই ‘হুঙ্কার’ হামজার

বাংলাদেশ জাতীয় দলের (Bangladesh National Team) তারকা ফুটবলার হামজা চৌধুরী (Hamza Chowdhury) ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের (AFC Asian Cup Qualifiers) গুরুত্বপূর্ণ…

hamza chowdhury bangladesh

বাংলাদেশ জাতীয় দলের (Bangladesh National Team) তারকা ফুটবলার হামজা চৌধুরী (Hamza Chowdhury) ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের (AFC Asian Cup Qualifiers) গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করতে বাংলাদেশ পৌঁছলেন। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ঠিক সন্ধ্যা ৭টায়।

short-samachar

   

এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের এই পর্বে দুই দেশই নিজেদের ফুটবল শক্তি প্রমাণের জন্য মাঠে নামবে। বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দলের বাকি খেলোয়াড়দের নিয়ে জয় নিতে চাইবেন। অন্যদিকে সুনীল বাহিনী তার একাদশ বাহিনী নিয়ে তৈরি থাকবেন।

সোমবার বাংলাদেশ বিমানবন্দরে নেমে হামজা সংবাদ মাধ্যমে বলেন,” ইন্শাআল্লাহ, আমরা ভারতের বিরুদ্ধে জয় লাভ করবো”

ভারত এবং বাংলাদেশ উভয় দলই এশিয়ান কাপের জন্য তাদের স্থান নিশ্চিত করতে চাইবে। ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হবে।

এই ম্যাচটি ভারত-বাংলাদেশের ফুটবলপ্রেমী উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ এবং তারা দারুণভাবে অপেক্ষা করছেন এই মহারণের জন্য।