গত বছর দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকা সহ বাংলাদেশের (Bangladesh) একাধিক জেলা। এর জেরে ২০২৪ আগস্ট মাসে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেদেশের অন্তর্বর্তীকালীন সরকাররের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস। এই ঘটনাকে সেই দেশের ছাত্র থেকে জনতার একাংশ ‘নতুন স্বাধীনতা’ বলে আখ্যা দিলেও, শান্ত হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তান।
হাসিনার দেশ ত্যাগের পরও একাধিক ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশ। এরইমধ্যে জনতার রোষে পড়ে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা ঘোষণা কারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়িও। বাদ পড়েনি কিছুই, এমনকি তার মূর্তিও ভেঙে ঘুরিয়ে দেন ছাত্রজনতা। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে ঢাকা-দিল্লির সম্পর্কেও।
এরই মধ্যে পাল্টে দেওয়া হোক বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দাবি তুলে সরব হয়েছিলেন সে দেশের জনগণের একাংশ। কিন্তু খাতায় কলমে সে আর বাস্তবায়িত হয়নি, দাবি দাবিই রয়ে গেল। দুবাই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধরা পড়ল অন্য ছবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত (India) বনাম বাংলাদেশ ম্যাচে বেজে উঠল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’। বাংলাদেশের ক্রিকেটারদের (Bangladesh National Cricketer) সঙ্গে সেখানে উপস্থিত বাংলাদেশ সমর্থকরা একসুরে গাইলেন জাতীয় সঙ্গীত (Bangladesh Natioal Anthem)।
এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” যে কতটা গভীরভাবে সেদেশের নাগরিকদের হৃদয়ে বাস করে, তা প্রমাণিত হয় এই ঘটনাতে। এছাড়া প্রতিটি শব্দের মধ্যে বাংলাদেশের প্রতি এক অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশিত হয়।