দল ঘোষণা করেই ভারতে বিশ্বকাপ ‘বয়কট’ বাংলাদেশের! কি বলল ক্রীড়া উপদেষ্টা?

bangladesh-in-t20-world-cup-india-controversy-bcb-decision

বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেও ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হল বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটে। রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনার ঝড় তুলেছে।

ভারতে না আসতে ‘নেকা কান্না’র পর বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

   

ঘটনার সূত্রপাত শনিবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই অসন্তোষ তৈরি হয় বাংলাদেশের ক্রিকেট মহলে। এরপর ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। আবেদনের মূল বক্তব্য, ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক।

রবিবার বিসিবির বৈঠকে এই ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া হয়। বৈঠকের পর সামাজিক মাধ্যমে সিদ্ধান্তের কথা জানানো হয়। ড. আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। কিন্তু আইসিসি যদি ভেন্যু পরিবর্তনের অনুরোধে সাড়া না দেয়, সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার দিকেই এগোতে পারে বিসিবি, এমনটাই ধারণা করা হচ্ছে।

মুস্তাফিজুর বিতর্কে বড় সিদ্ধান্ত, পাকিস্তানের পথ অনুসরণ করছে বাংলাদেশ

তবে সমস্ত অনিশ্চয়তার মধ্যেই নিয়ম মেনে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন আইসিসি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজে না থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

গ্রুপ-সি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় যথাক্রমে ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের বিরুদ্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleভাটপাড়ায় প্রকাশ্যে গুলি, আতঙ্কে সাধারণ মানুষ
Next articleআকাশে ধ্বংসযজ্ঞ চালাবে ভারতীয় বিমান বাহিনীর তেজস এমকে-২ এর নতুন অবতার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।