দেশেই টাইগারদের নিরাপত্তা দিতে ব্যর্থ বোর্ড, ভারতের নিরাপত্তা প্রশ্নে চুপ BCB!

বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট এখন শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরের পরিস্থিতিও শিরোনামে। একদিকে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত। অন্যদিকে…

bangladesh-cricketers-security-threat-bcb-controversy

বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট এখন শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরের পরিস্থিতিও শিরোনামে। একদিকে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত। অন্যদিকে নিজের দেশেই লাগাতার হুমকির মুখে জাতীয় দলের ক্রিকেটাররা। সব মিলিয়ে বিসিবির অবস্থান নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

Advertisements

বাংলাদেশে বিরামহীন হিন্দু-বিদ্বেষ, সিলেটে শিক্ষকের বাড়িতে আগুন

   

ঘটনার সূত্রপাত বিসিবির অন্যতম পরিচালক নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে। বিশ্বকাপে ব্যর্থ হলে ক্রিকেটারদের কাছ থেকে অর্থ ফেরত চাওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢালে। পদ্মাপাড়ের ক্রিকেটাররা প্রকাশ্যেই ক্রিকেট বয়কটের ডাক দেন এবং নাজমুল ইসলামের প্রকাশ্য ক্ষমা ও বোর্ড থেকে অপসারণ দাবি তোলেন। শেষ পর্যন্ত চাপের মুখে তাঁকে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়।

কিন্তু সেখানেই থেমে থাকেনি পরিস্থিতি। বরং এর পর থেকেই ক্রিকেটারদের লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কল, হোয়াটসঅ্যাপ বার্তা সব জায়গায় অশ্রাব্য ভাষা, কটূক্তি আর ভয় দেখানোর অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিঠুন বিসিবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, “আমাদের বলা হচ্ছে, আমরা দালালি করছি, দেশের পরিবেশ নষ্ট করছি। এমনকি হুমকি দেওয়া হচ্ছে, আজকের পর থেকে কোনও ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না।”

লাল-হলুদের অনুশীলনে সাউলের সঙ্গে দীর্ঘ আলোচনায় অস্কার

মিঠুনের প্রশ্ন, ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলাই যদি অপরাধ হয়, তাহলে নিরাপত্তার দায় নেবে কে? তাঁরা তো দেশবিরোধী কোনও বক্তব্য দেননি, শুধু নিজেদের সম্মান ও পেশাদার অধিকার রক্ষার দাবি তুলেছেন।

এই প্রেক্ষাপটেই বিসিবির আরেকটি অবস্থান নতুন করে প্রশ্ন তুলেছে। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন। সেই কারণেই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও আইসিসি সূত্রের খবর, তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট এবং বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনও বিশেষ ঝুঁকি দেখছে না।

বিরোধাভাসটা এখানেই। ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা বোর্ড নিজের দেশের ভেতরেই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এমন অভিযোগই এখন ঘুরপাক খাচ্ছে। মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের মতো তারকা ক্রিকেটাররা যখন নিজের দেশেই অনিরাপদ বোধ করেন, তখন বিসিবির ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে কঠিন প্রশ্ন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হুমকির মাত্রা বাড়ছে বলেও দাবি করেছেন মিঠুন। ফলে ক্রিকেটের বাইরের এই অশান্তি শুধু বোর্ড ও ক্রিকেটারদের সম্পর্কই নয়, দেশের ক্রিকেট ব্যবস্থাকেই বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

সবশেষে প্রশ্ন একটাই, বাংলাদেশ বোর্ড আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, তারা কি আগে নিজের দেশের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারবে?

Advertisements