সপেনশন এখন সময়ের অপেক্ষা? জয় বাণীতে আরও প্যাঁচে বাংলাদেশ

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (Jay Shah) চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে একটা জরুরি বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) জন্য কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টি২০…

bangladesh-cricket-suspension-icc-jay-shah

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (Jay Shah) চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে একটা জরুরি বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) জন্য কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টি২০ বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকার করায় আইসিসি বোর্ড ১৪-২ ভোটে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যদি ভারতে না আসে, তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হবে।

Advertisements

কিন্তু আইসিসি স্বাধীন মূল্যায়ন করে বলেছে, ভারতে কোনো ‘ক্রেডিবল সিকিউরিটি থ্রেট’ নেই। তাই অনুরোধ খারিজ।বুধবারের (২১ জানুয়ারি) বোর্ড মিটিংয়ে জয় শাহের নেতৃত্বে ফুল মেম্বার নেশনের ডিরেক্টররা উপস্থিত ছিলেন। ভোটে ১৪-২-এ সিদ্ধান্ত হয় শুধু পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়: ভারতে খেলার কনফার্ম করো, নইলে টুর্নামেন্ট থেকে বাদ।

   

সোমবার ভোর ৩ টে থেকেই ছুটবে মেট্রো

বিসিবি সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করে বলেছে, “আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে নয় শ্রীলঙ্কায়।” বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “আমরা আইসিসির কাছে ন্যায় চাইছি।” কিন্তু আইসিসি আর অপেক্ষা করেনি।

এখন আইসিসি বিসিবির সিদ্ধান্তকে ‘পলিটিক্যালি মোটিভেটেড’ কি না, তা খতিয়ে দেখবে। যদি প্রমাণিত হয় যে এটা রাজনৈতিক কারণে , তাহলে বিসিবির উপর তাৎক্ষণিক সাসপেনশনের মতো কড়া শাস্তি আসতে পারে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজ্জার, এমনকি কেনিয়া-জিম্বাবুয়ের মতো ছোট দলও এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা পেত।সবকিছু শুরু হয়েছে বিসিবির সিকিউরিটি কনসার্ন নিয়ে। বিসিবি দাবি করেছে, ভারতে খেললে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে।

এর পিছনে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে ছাড়া পাওয়া এবং দুই দেশের রাজনৈতিক টেনশনকে কারণ দেখানো হয়েছে। বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় (কো-হোস্ট) সরিয়ে দেওয়া হোক বা গ্রুপ সি থেকে গ্রুপ বি-তে স্থানান্তর করা হোক।

আইসিসি স্পষ্ট করে দিয়েছে বিশ্বকাপের শিডিউল ও নিরপেক্ষতা নিয়ে কোনো ছাড় নেই। টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে, কারণ তাদের বর্তমান আইসিসি টি২০ র‍্যাঙ্কিং অনুযায়ী তারা যোগ্য।ক্রিকেট মহলে এই ঘটনা বড় আলোচনা।

বাংলাদেশের খেলোয়াড়রা যেমন মুস্তাফিজুর, সাকিব আল হাসান বিশ্বকাপ খেলতে চাইলেও সরকারি সিদ্ধান্তের কারণে বাদ পড়ছেন। অনেকে বলছেন, এটা খেলোয়াড়দের প্রতি অন্যায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন লজ্জার ঘটনা আগে হয়নি। কেনিয়া-জিম্বাবুয়ের মতো অ্যাসোসিয়েট দেশও এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা পেত। আইসিসি-র এই কড়া অবস্থান দেখিয়ে দিচ্ছে রাজনীতি ক্রিকেটের মাঠে ঢোকানো যাবে না।

Advertisements