
বিতর্ক, উত্তাপ আর কূটনৈতিক টানাপোড়েনের আবহেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ড (BCB)। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে যে ক্ষোভ প্রকাশ্যে এসেছিল, তার রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ। সব মিলিয়ে সময়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও শান্ত নয়।
মুস্তাফিজুর বিতর্কে বড় সিদ্ধান্ত, পাকিস্তানের পথ অনুসরণ করছে বাংলাদেশ
নির্বাচকদের সিদ্ধান্তে যদিও বড় কোনও চমক নেই। বিশেষ পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে অভিজ্ঞতার দিকেই ভরসা রেখেছে বিসিবি। লিটন কুমার দাসের কাঁধে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে নেতৃত্বের দায়িত্বে লিটনের উপর আস্থা রাখার প্রবণতা নতুন নয়, আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেই ধারাবাহিকতাই বজায় রাখল বোর্ড।
সবচেয়ে আলোচিত নাম অবশ্যই মুস্তাফিজুর রহমান। আইপিএল না খেলতে পারা, বিসিসিআইয়ের সিদ্ধান্ত এবং তা ঘিরে বিসিবির কঠোর অবস্থান। সব কিছুর মধ্যেও ‘কাটার মাস্টার’ জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার নজির গড়া এই পেসারকে বাদ দেওয়ার ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব ও মহম্মদ সইফুদ্দিন—যা বোলিং বিভাগকে বেশ ভারসাম্যপূর্ণ করেছে।
এবার মুম্বাই ছেড়ে বিদেশে যেতে চলেছেন তিরি?
ব্যাটিং বিভাগেও পরিচিত মুখের আধিক্য। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। সব মিলিয়ে সাত জন ব্যাটারের উপর নির্ভর করবে বাংলাদেশের রান তোলা। স্পিন বিভাগে রয়েছেন শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
তবে বাদ পড়েছেন কয়েকজন আলোচিত নাম। ভালো ফর্মে থাকা সত্ত্বেও জায়গা হয়নি নাজমুল হোসেন ও জাকের আলির।এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। উল্লেখযোগ্যভাবে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ন’জন ক্রিকেটার এবারের স্কোয়াডেও রয়েছেন। এক্ষেত্রে আবারও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দেয়।
IPL খেললেও ৯.২০ কোটি পাবেন মুস্তাফিজুর! নিয়ম শুনে চমকে উঠবেন
মাঠের বাইরের পরিস্থিতি অবশ্য এখনও পুরোপুরি শান্ত নয়। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার বিষয়ে প্রথমে কড়া সুর শোনালেও শেষ পর্যন্ত ম্যাচ সরানোর দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার সম্ভাবনা কম বলেই খবর। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানানো হতে পারে, তবে ভেন্যু পরিবর্তনের দাবি থেকে সরে এসেছে বিসিবি—বাস্তবতা মেনেই।
The Bangladesh Cricket Board (BCB) has announced the national squad for the ICC Men’s T20 World Cup 2026, to be jointly hosted by India and Sri Lanka from 7 February to 8 March.
SQUAD
Litton Kumer Das (Captain), Mohammed Saif Hassan (Vice Captain), Tanzid Hasan, Mohammad Parvez… pic.twitter.com/A9o7EtB99v— Bangladesh Cricket (@BCBtigers) January 4, 2026
গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে পড়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই কলকাতায়, একটি ম্যাচ মুম্বইয়ে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা লিটনদের।
সব মিলিয়ে, মুখে যতই আড়ম্বর থাকুক, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ হাঁটতে চাইছে চেনা পথেই। অভিজ্ঞ ক্রিকেটার, পরিচিত কম্বিনেশন আর বিতর্কের মাঝেও মাঠে ফল দেওয়ার প্রত্যাশা। এখন দেখার, এই ভরসার দল বিশ্বকাপের চাপ সামলে কতটা দূর যেতে পারে।










