Sunday, December 7, 2025
HomeSports NewsBangladesh: নয়া ইতিহাস বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের ম্যাচ জয় 

Bangladesh: নয়া ইতিহাস বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের ম্যাচ জয় 

- Advertisement -

প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের ম্যাচ জিতল বাংলাদেশ (Bangladesh)। প্রোটিয়াভূমে তৈরি হল টাইগারদের নয়া ইতিহাস। শুক্রবার সেঞ্চুরিয়নে তারা প্রোটিয়াদের হারিয়ে দিল ৩৮ রানে। দুরন্ত খেলেন শাকিব আল হাসান এবং মেহদি হাসান।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই ভাল হয় বাংলাদেশের। তামিম ইকবাল এবং লিটন দাসের সৌজন্যে প্রথম উইকেটেই উঠে যায় ৯৫ রান। তামিম ৪৫ এবং লিটন ৫০ করে ফিরে যান। তবে তিনে নামা শাকিব ছিলেন মারমুখী। সাতটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পরের দিকে ইয়াসির আলির অর্ধশতরানে ভর করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৪ তোলে বাংলাদেশ। 

   

জবাবে ব্যাট করতে নেমে শোরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের বোলিংয়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। মাঝে হাল ধরেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনি করেন ৮৬ রান। পাশাপাশি ডেভিড মিলার করেন ৭৯ রান।

কিন্তু এই দু’জন ফিরতেই রোখা যায়নি বাংলাদেশকে। ২৭৬ রানে প্রোটিয়াদের আলআউট করে দেয় টাইগাররা। মেহদি চারটি এবং তাসকিন তিনটি উইকেট নিয়েছেন। ফলে এই প্রথমবার সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতে নয়া ইতিহাস গড়ল সাকিবরা। তাঁদের অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular