‘যে কোনও দলকে হারাতে পারি’, ভারত সিরিজের আগে বাংলাদেশ ক্যাপ্টেনের হুঙ্কার

পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানকে ক্লিন সুইপ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। আগামী দিনে তাদের খেলতে হবে ভারত…

India Test Match vs Bangladesh

পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানকে ক্লিন সুইপ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। আগামী দিনে তাদের খেলতে হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে সিরিজ (India Test Match) শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতীয় দলে নিশ্চিত এই ব্যাটার! মাঠে নেমেই করলেন সেঞ্চুরি

   

ক্রিকবাজের পক্ষ থেকে নাজমুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। পাকিস্তান থেকে ফেরার পথে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এরকম একটি সিরিজ (পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ) জয়ের ফলে প্রত্যেক ক্রিকেটারের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হতে চলেছে। নতুন পরিকল্পনা নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমরা যদি সেরা পারফরম্যান্স করতে পারি, তাহলে নিশ্চয়ই ভাল ফলাফল অর্জন করতে পারবো।’

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে নাজমুল বলেছেন, ‘আমরা এটুকু বিশ্বাস করি, যদি আমরা ধারাবাহিকভাবে খেলতে পারে ও নিজেদের সেরাটা দিতে পারি তাহলে যে কোনও দলকে হারাতে পারবো। ম্যাচের ফলাফলের কথা না ভেবে যদি নিজেদের কাজের প্রতি ফোকাস ধরে রাখতে হবে। আশা করছি আসন্ন দু’টো সিরিজেও (ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ) আমরা ভাল কিছু করে দেখা পারবো।’

ছন্দে ফিরতে জয়সওয়ালের ভরসা সেই রাহুল দ্রাবিড়

ক্রিকেতের পাশাপাশি সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে চর্চা। আবারও বিতর্কে জড়িয়েছেন সাকিব। এ ব্যাপারে কী ভাবছেন বাংলাদেশের ক্রিকেট টিমের অধিনায়ক? উত্তরে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যাইহোক, প্রত্যেক খেলয়ার সাকিবভাইয়ের পাশে রয়েছেন। ক্রিকেটের প্রতি তাঁর অধ্যাবসায় ও আবেগের কথা কারও অজানা নয়। উনি সবার আগে নিজের দলের কথা ভাবেন। প্রত্যেকে সাকিবের পাশে রয়েছি।’