টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ড দলকে বিপর্যস্ত করে চলেছেন বাংলাদেশের (Bangladesh) বোলাররা। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও কিউই দলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাংলাদেশের বোলাররা।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলাররা অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন। মাত্র এক রানে নিউজিল্যান্ডের তিন উইকেট হারায় বাংলাদেশের বোলাররা। এরপর ২০ রানে চতুর্থ উইকেট হারায় কিউইরা। টিম সেইফার্ট ও ফিন অ্যালেন শূন্য রানে আউট হন। এছাড়া গ্লেন ফিলিপসও শূন্য রানে আউট হন। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ আউট হন ফিলিপস।
মাত্র এক রানে তিন উইকেট হারানোর পর ড্যারিল মিচেল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মিচেল ২ টি চারের সাহায্যে ১৪ রান করেন। মেহেন্দি হাসানের বলে আউট হন তিনি।
Bangladesh bowlers are on a roll 🔥
New Zealand have lost three wickets in under 2 overs!#NZvBAN | 📝: https://t.co/AYk3ZsriBQ pic.twitter.com/OY0Ado5Z1A
— ICC (@ICC) December 27, 2023
এর আগে তৃতীয় ওয়ানডেতে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর মাত্র এক উইকেট হারিয়ে সহজেই এই ছোট লক্ষ্য অর্জন করে টাইগার ব্রিগেড। তবে শেষ পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল নিউজিল্যান্ড।