Bangladesh: সাফ জয়ী বাংলাদেশের ‘বাঘিনি’ ফুটবলার সুমাইয়াকে লাগাতার ধর্ষণের হুমকি

বাংলাদেশ (Bangladesh) জাতীয় নারী দলের ফুটবলার সুমাইয়া মাতসুশিমা ( Sumaya Matsushima) অভিযোগ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। তিনি জাপানি বংশোদ্ভুত…

Sumaya Matsushima

বাংলাদেশ (Bangladesh) জাতীয় নারী দলের ফুটবলার সুমাইয়া মাতসুশিমা ( Sumaya Matsushima) অভিযোগ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। তিনি জাপানি বংশোদ্ভুত বাংলাদেশি। ফলে তাঁর অভিযোগে জাপানেও চাঞ্চল্য।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ধর্ষণ হুমকির অভিযোগ তুলে ধরেন বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার সুমাইয়া। তিনি লিখেছেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। যে কারণে তিনি তার ও সতীর্থদের জন্য ইংরেজিতে চিঠি লিখে দেন। এরপর থেকে এই হুমকি পাচ্ছেন তিনি।

   

সুমাইয়া লিখেছেন, “যেদিন থেকে আমি এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল সেইসব তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যাদের বাবা-মা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দিতে বলেন।”

“আমি দেখাতে চেয়েছিলাম অদম্য ইচ্ছা ও নিষ্ঠা থাকলে বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু, আমার শিক্ষা, পরিবার থেকে ঈদের ছুটি পর্যন্ত সবকিছু ত্যাগ করেও এমন একটি দেশের সেবা করেছি যারা আমাদের এই লড়াইটার প্রশংসা করতে জানে না। এটা ভেবে আজ আমার অনুশোচনা হচ্ছে”।

Advertisements

মাতসুশিমা সুমাইয়া আরো লিখেছেন “ফুটবলের জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। ভেবেছি, দেশ আমার পক্ষে দাঁড়াবে। কিন্তু, বাস্তবতা আলাদা।”

কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নেন ১৮ জন ফুটবলার।বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়ন ও অপমানজনক আচরণের অভিযোগ এনেছেন তারা। এই ফুটবলারদের মধ্যে আছেন সুমাইয়াও।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News