HomeSports NewsEmiliano Martinez: টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা

Emiliano Martinez: টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা

- Advertisement -

এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা। তাঁর কার্যকলাপ নিয়ে নানা সময় নানা বিতর্ক দেখা গিয়েছে বিশ্ব ফুটবলে। তবে দলের তিন কাঠি প্রহরী হিসেবে তিনি যে এখনও সেরার সেরা তার প্রমান মিলল আবার। অতি সহজেই সকলকে টপকে ব্যালন ডি’আর কতৃপক্ষের তরফে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হলেন এই আর্জেন্টাইন ফুটবলার। যারফলে এই নিয়ে টানা দ্বিতীয়বার সেরা গোলরক্ষক হিসেবে ইয়াসিন ট্রফির অধিকারী হলেন এমি মার্টিনেজ।

তাঁর এই সাফল্য নিঃসন্দেহে খুশি করবে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের। জাতীয় দলের পাশাপাশি বিশ্ব ক্লাব ফুটবলে ও প্রতিনিয়ত নিজের জাত চিনিয়ে আসছেন এই দাপুটে গোলরক্ষক। যার পুরষ্কার হিসেবে ফের জিতলেন এই খেতাব। পুরষ্কার সংগ্ৰহের সময় মঞ্চে উঠে এই গোলরক্ষক বলেন, ” আবারও সেরা হতে পারাটা নিঃসন্দেহে বিরাট আনন্দের বিষয়। তবে ফুটবলের বাইরে ও আমার জীবন রয়েছে‌। তবে প্রতিটি ক্ষেত্রেই আমার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই আমাকে এগিয়ে যাওয়ায় প্রেরনা দিয়ে থাকে। আমি আবার এই সম্মান পেয়ে যথেষ্ট খুশি।”

   

উল্লেখ্য, গত ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স ছিল এমি মার্টিনেজের। টুর্নামেন্টের গ্ৰুপ পর্বের ম্যাচ হোক কিংবা নক আউট। প্রতিটি ক্ষেত্রেই নিজের সবটা উজাড় করে দিয়েছেন তিনি। যারফলে সেবার আর্জেন্টিনার কাছে আটকে যেতে হয়েছিল ক্রোয়েশিয়া থেকে শুরু করে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী ফুটবল দল গুলিকে। তারপর ও সেই ধারা বজায় ছিল টুর্নামেন্টের ফাইনালে। যেখানে শক্তিশালী ফরাসি ব্রিগেডকে পরাজিত করেছিল মারাদোনার দেশ। লড়াইটা খুব একটা সহজ না হলেও এমির দৌলতে অতি সহজেই খেতাব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

তারপর সেই ধারা বজায় রেখেছেন অ্যাস্টন ভিলায়। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবল দলকে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই ফের এমিকে বেছে নেয় কতৃপক্ষ।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular