Padma Award: প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন বজরং পুনিয়া

Bajrang Punia Return his Padma Award

সাক্ষী মালিকের পর এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন বজরং পুনিয়া (Bajrang Punia)। পদ্ম পুরষ্কার (Padma Award) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বজরং সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi ) একটি চিঠিও লিখেছেন।  বজরং সোশ্যাল মিডিয়ায় তার চিঠি টুইট করে ক্যাপশনে লিখেছেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদ্মশ্রী পুরষ্কার ফিরিয়ে দিচ্ছি।”

Advertisements

২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বজরং পুনিয়া। ভারতের এই কুস্তিগীর ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪টি পদক জিতেছেন তিনি। এশিয়ান গেমসে ভারতের হয়ে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন। কমনওয়েলথ গেমসে বজরং দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন।

Advertisements

বজরং পুনিয়া বলা কড়া কথা:
• ব্রিজ ভূষণ ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রেসলিং অ্যাসোসিয়েশনের নির্বাচনে আবারও জয়ী হয়েছেন।
• মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে পুনরায় গ্রেপ্তার করেছে রেসলিং ম্যানেজমেন্ট ইউনিট।
• এই অবিচারের পর ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার আমাকে কষ্ট দিচ্ছে।
• মহিলা কুস্তিগীরদের অপমানিত হওয়ার পরে আমি সম্মানিত ব্যক্তি হিসাবে থাকা আমার পক্ষে সম্ভব না। এজন্যই আমি আপনাদের দেওয়া সম্মান ফিরিয়ে দিচ্ছি।

বৃহস্পতিবার মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক অবসরের ঘোষণা করেন। রেসলিং অ্যাসোসিয়েশনের নতুন সভাপতির ঘোষণার পরপরই কুস্তিগীররা দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সাক্ষী কাঁদতে কাঁদতে অবসরের ঘোষণা করেন সেখানে।