দুঃসংবাদ! কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান

নতুন মরসুমে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের।  ভবানীপুরের পাশাপাশি রেনবো এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি…

Mohun Bagan knocked out

নতুন মরসুমে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের।  ভবানীপুরের পাশাপাশি রেনবো এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল ডেগি কার্ডোজোর ছেলেদের। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হওয়ার ফলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল ময়দানের এই প্রধান। তবুও পরবর্তীতে টালিগঞ্জ অগ্রগামীকে পরাজিত করে ছন্দে ফিরেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

তবে থাকতে হয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে। যার ফলে সুপার সিক্সে যাওয়ার রাস্তা ক্রমশ জটিল হয়ে উঠতে শুরু করেছিল তাঁদের জন্য। বর্তমানে গ্ৰুপ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে মোহনবাগান। ১০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে মাত্র ১৬ পয়েন্ট। অন্যদিকে তিরিশের ও বেশি পয়েন্ট সংগ্রহ করে অনেক আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং ভবানীপুর ক্লাব। তবে গ্ৰুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে যাওয়ার লক্ষ্য ছিল বাগান ব্রিগেডের।

   

তবে এক্ষেত্রে নির্ভর করতে হতকালীঘাট স্পোর্টস লাভার্স বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচের দিকে। উভয় দল পয়েন্ট নষ্ট করলে অনায়াসেই এগিয়ে যেতে পারত বাগান ব্রিগেড। কিন্তু সেটা হলনা এবার। শনিবার কলকাতা লিগের গ্ৰুপ পর্বের এই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ক্যালকাটা কাস্টমস। যারফলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের তৃতীয় স্থানে উঠে আসলো কাস্টমস দল।

যারফলে অনায়াসেই এবার সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিঃসন্দেহে হতাশ করবে আপামর বাগান জনতাকে। পরবর্তী রাউন্ডে যাওয়া আর সম্ভব না হলেও জয়ের ধারা বজায় রেখেই কলকাতা লিগ শেষ করার লক্ষ্য মেরিনার্সদের।