Babar Azam: চরম নাটকীয়তার পর বাবর ফের অধিনায়ক

Babar Azam

আবারও পাকিস্তানের (Pakistan Cricket Team) অধিনায়ক হলেন বাবর আজম (Babar Azam )। সীমিত ওভারে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।

Advertisements

বাবর আযমের হাতে অধিনায়কত্ব হস্তান্তরের করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিছুদিন আগে ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে দাবি করেছিল, খুব তাড়াতাড়ি পাকিস্তানের অধিনায়ক হতে পারেন বাবর। সেটাই সত্যি হল।

সীমিত ওভারের ক্রিকেটে বাবরের অধিনায়ক হওয়ার অর্থ শাহিন শাহ আফ্রিদি আর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন না। সীমিত সময়ে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি আফ্রিদি। নির্বাচক কমিটির সুপারিশে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisements

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ১-৪ ব্যবধানে হারের মুখোমুখি হতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে আফ্রিদির অধিনায়কত্বে তাঁর দল লাহোর কালান্দার্স ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল বাবরকে। বাবরের পর অধিনায়ক হয়েছিলেন আফ্রিদি। এবার ক্যাপ্টেন ফের বাবর।