দিন কয়েকের অপেক্ষা। তারপরেই এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলবে ব্লু-টাইগার্স। যেখানে তাঁদের লড়াই করতে হবে জাভিয়ের ক্যাব্রেরার বাংলাদেশের সঙ্গে। ফিফার তালিকা অনুযায়ী প্রতিবেশী দেশের তুলনায় তাঁরা অনেকটা পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী মানোলো মার্কুয়েজ। বর্তমানে অনেকটাই বদলেছে বাংলাদেশের পরিস্থিতি। দলের সঙ্গে এবার যুক্ত হয়েছেন হামজা দেওয়ান চৌধুরীর পাশাপাশি একাধিক দাপুটে ফুটবলার। স্বাভাবিকভাবেই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে।
Also Read | বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল গোকুলাম কেরালা
তবে মাঠের মধ্যে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই এখন অন্যতম লক্ষ্য সুনীল ছেত্রীদের। গত কয়েকদিন ধরে সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন ভারতীয় দলের এই স্প্যানিশ কোচ। বর্তমানে চোট আঘাতের সমস্যা দলের মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেললে ও সেই নিয়ে খুব একটা ভাবতে নারাজ ফুটবলাররা। গত প্রস্তুতি ম্যাচে শিলংয়ের বুকেই মালদ্বীপকে পরাজিত করেছিল ব্লু-টাইগার্সরা। এবার সেই ধারা বজায় রেখেই বাংলাদেশ বধে মরিয়া আয়ুষ ছেত্রীরা (Ayush Chhetri) । উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্সের দরুন জাতীয় শিবিরে ডাক পেয়েছেন আইজলের এই মিডফিল্ডার।
এক কথায় বলতে গেলে যেন স্বপ্ন পূরণ। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে আয়ুষ বলেন, “এটা আমার জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল। জাতীয় দলের হয়ে খেলার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। আমি ম্যাচের পরে আমার বাবা-মাকে ভিডিও কল করেছিলাম। তাঁরা আমার জন্য খুব খুশি ছিল৷ আমার পরিবার আমাকে সবকিছুতে সমর্থন করেছে এবং আমি তাঁদের সকলকে এই ম্যাচটি উৎসর্গ করছি। আমি যতটা সম্ভব ম্যাচ খেলতে চাই এবং দেশকে সাহায্য করতে চাই।” তাঁর এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি করেছে দেশের ফুটবলপ্রেমীদের।
গত ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চাইছেন তিনি। সেইমতো প্রস্তুত করছেন নিজেকে। অপরদিকে ব্র্যান্ডন ফার্নান্দেজ চোট পাওয়ায় গত শুক্রবার ডেকে পাঠানো হয়েছে উদান্তা সিংকে। এবার তাঁর দিকে ও নজর থাকবে সকলের।