পাক ম্যাচের আগে ধাক্কা, মাথায় চোট পেয়ে অনিশ্চয়তায় তারকা ক্রিকেটার

এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India vs Pakistan)। রবিবার দুবাইয়ের মাটিতে হতে চলা এই…

Axal Patel injury in Asia Cup 2025 ahead India vs Pakistan doubtful selection Super Four match

এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India vs Pakistan)। রবিবার দুবাইয়ের মাটিতে হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচকে (Bengali Sports News) ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু তার মধ্যেই বড় ধাক্কা খেল সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) দল। মাথায় চোট পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না? সেই প্রশ্নে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোট পেয়েছেন দলের (India Cricket News) নির্ভরযোগ্য অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)।

কীভাবে চোট পেলেন অক্ষর?

গতকাল ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান অক্ষর। আবু ধাবির মাঠে ওমানের ইনিংসের ১৫ ওভারে হাম্মাদ মির্জার একটি শট নেওয়ার সময় ক্যাচ ধরতে এগিয়ে যান তিনি। কিন্তু ক্যাচ ধরার চেষ্টায় পিঠের উপর ভর করে মাটিতে পড়ে যান অক্ষর। সেই সময় তাঁর মাথার পেছন দিকটি মাটিতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন তিনি। মাঠে ছুটে আসেন ভারতীয় দলের চিকিৎসকরা। পরিস্থিতি দেখে অক্ষরকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং আর খেলার মাঠে ফেরেননি তিনি।

   

কোচের আশ্বাস, কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে

ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, “চোট গুরুতর নয়। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তবে তাঁর এই মন্তব্যের পরেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না ভক্তরা। কারণ মাথার চোটকে সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সম্পূর্ণ ফিট না হলে কোনওরকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তান ম্যাচে অক্ষরের ভূমিকা

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে অক্ষর দারুণ পারফর্ম করেছিলেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার ফখর জামান এবং সলমন আলি আঘাকে। সেই ম্যাচে তাঁর সুনিয়ন্ত্রিত স্পিনই ছিল ভারতের মূল অস্ত্রগুলির এক। অন্যদিকে ওমানের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ঝোড়ো ২৬ রান করে ব্যাট হাতেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন। ফলে অক্ষর না খেললে ব্যাটিং-বোলিং দু’দিকেই ভারসাম্য হারাতে পারে ভারত।

বিকল্প কী?

অক্ষর প্যাটেল যদি খেলতে না পারেন, তাহলে বড় প্রশ্ন উঠে যায় তাঁর জায়গায় কে? বর্তমান স্কোয়াডে তাঁর মতো স্পিন অলরাউন্ডার খুব বেশি নেই। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো স্পেশালিস্ট স্পিনার আছেন, তবে তাঁরা ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন না। অভিষেক শর্মা রয়েছেন, যিনি হাত ঘোরাতে পারেন, তবে অভিজ্ঞতার অভাব রয়েছে তাঁর। বাড়তি পেসার হিসেবে খেলানো যেতে পারে অর্শদীপ সিং বা হর্ষিত রানাকে।

স্ট্যান্ড বাই হিসেবে ওয়াশিংটন সুন্দর ও রিয়ান পরাগ আছেন, তবে তাঁদের দুবাইয়ে নিয়ে যাওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে তাঁদের ফ্লাই-ইন করে ম্যাচ ফিট করে তোলা সহজ নয়। তাই অক্ষরের অনুপস্থিতি মানে এক বড় ফাঁক।

Advertisements

রবিবারের ম্যাচের আগে হাতে সময় মাত্র এক দিন। ততদিনে অক্ষর পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাকিস্তানের বিরুদ্ধে এমন এক অলরাউন্ডারের না থাকা মানে ভারতের ব্যাট-বল এবং ফিল্ডিং, তিন বিভাগেই ব্যাকফুটে যাওয়া।

Axal Patel injury in Asia Cup 2025 ahead India vs Pakistan doubtful selection Super Four match